
সারা দেশ জুড়ে ভোজপুরি কনটেন্ট (Bhojpuri Content) বর্তমান সময়ে ব্যাপক পসার জমিয়ে নিয়েছে। সমগ্র দেশের দর্শকেরাই ভোজপুরি সিনেমা ও বিভিন্ন মিউজিক ভিডিও এখন তারিয়ে তারিয়ে উপভোগ করে থাকেন। শুধুমাত্র বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, অন্যান্য রাজ্যের বিভিন্ন ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রির কনটেন্টও যে এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এই কথা আর কারোরই অজানা নয়।
এই বিষয়টি অনস্বীকার্য যে দর্শকমহল ও নেটিজেনদের এক বড়ো অংশ এখন বেশিরভাগ সময়েই অ্যাডাল্ট কনটেন্ট দেখতে পছন্দ করে। অন্যান্য ভাষার ফিল্ম ইন্ডাস্ট্রি তথা বিনোদন জগতের তুলনায় ভোজপুরি বিনোদন জগতে এই ধরণের কনটেন্ট অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়, যার ফলে ভোজপুরি কনটেন্ট অধিক জনপ্রিয়তা লাভ করে চলেছে। এই সময়ে দাঁড়িয়ে নেটদুনিয়ায় বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও হামেশাই ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি ইউটিউবে তেমনই এক পুরনো ভোজপুরি মিউজিক ভিডিও নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে।
‘সজন চলে সসুরাল ২’ (Sajan Chale Sasural 2) নামক ভোজপুরি সিনেমার ‘তোহার ধোড়ি বা ফুলাহা কাটোরি নিয়ান’ (Tohar Dhodi Ba Phulaha Katori Niyan) গানের এই ভিডিওতে জনপ্রিয় ভোজপুরি তারকা খেসারী লাল যাদব (Khesari Lal Yadav) ও অক্ষরা সিংয়ের (Akshara Singh) দেখা মিলেছে। এই দুই তারকার জমজমাট রসায়ন নেটিজেনদের মন জয় করে নিয়েছে। খোলা মাঠে গানের তালে তালে উদ্দাম নাচের পাশাপাশি খেসারী ও অক্ষরা তুমুল রোম্যান্সে মজেছেন। তাঁদের জমজমাট রোম্যান্স ছাড়াও অক্ষরা এই ভিডিওর অন্যতম মূল আকর্ষণ। স্বল্প-খোলামেলা পোশাকে তাঁর হটনেস ও উপচে পড়া যৌবন নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে। এই ভিডিওর একাধিক খোলামেলা ঘনিষ্ঠ দৃশ্য নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পাঁচ বছর পুরনো এই ভিডিওর ভিউজ সংখ্যা ৬৩ মিলিয়নের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। প্রেমাংশু সিং (Premanshu Singh) পরিচালিত ভোজপুরি সিনেমার এই গান অভিনেতা খেসারী লাল যাদব (Khesari Lal Yadav) নিজেই গেয়েছেন।