
আম্রপালি দুবে (Amrapali Dubey) ভোজপুরি বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ২০০৮ সালে তিনি অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। প্রথমদিকে তিনি ছোট পর্দায় অর্থাৎ বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন। এরপরে ২০১৪ সালে আম্রপালি ভোজপুরি সুপারস্টার নিরাহুয়া (Nirahua) ওরফে দীনেশ লাল যাদবের (Dinesh Lal Yadav) বিপরীতে ‘নিরাহুয়া হিন্দুস্তানি’ (Nirahua Hindustani) সিনেমার মাধ্যমে ভোজপুরি সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের কর্মজীবন শুরু করেন।
খুব কম সময়ের মধ্যেই দর্শকদের মনে আম্রপালি দুবে (Amrapali Dubey) পাকাপোক্তভাবে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। অভিনয় ছাড়াও তাঁর সৌন্দর্য্য ও হটনেস প্রথম থেকেই দর্শকদের নজর কেড়েছে। ব্যক্তিগতভাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি দীনেশ লাল যাদব ও খেসারী লাল যাদবের (Khesari Lal Yadav) সঙ্গে আম্রপালির জুটি দর্শকদের ভীষণ পছন্দের। এই দুই জুটির প্রায় প্রতিটি সিনেমা হিট হওয়ার পাশাপাশি নেটদুনিয়াতেও সেইসব সিনেমার মিউজিক ভিডিও আকছার তুমুল ভাইরাল হয়ে থাকে।
সম্প্রতি তেমনভাবেই ইউটিউবে আম্রপালি দুবে ও খেসারী লাল যাদবের এক তিন বছরের পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ‘মরদ আভি বাচ্চা বা’ (Marad Abhi Baccha Ba) নামক এই মিউজিক ভিডিওতে প্রথম দৃশ্যে এক মঞ্চের মধ্যে খাটিয়ায় আম্রপালিকে শুয়ে থাকতে দেখা যায়, এরপরেই তিনি উঠে দাঁড়িয়ে গানের তালে তালে বোল্ড স্টেপস দিয়ে তুমুল নাচ করতে শুরু করেন। লাল ব্লাউজ, লাল থাই-স্প্লিটেড ঘাগড়া ও মানানসই গয়না পরে খোলা চুলে ভিডিওতে তাঁর যৌবন যেন উপচে পড়েছে। কিছু সময় পরেই মঞ্চে আম্রপালির সঙ্গে খেসারীও নাচে যোগদান করেন। দুইজনকে ঘনিষ্ঠভাবে নাচের পাশাপাশি রোম্যান্সেও মজতে দেখা গিয়েছে। ভিডিওতে আম্রপালির কোমরের প্রতিটি ঠুমকা নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে। হটনেসে ভরপুর এই ভিডিওটির ভিউজ সংখ্যা ২৪১ মিলিয়নের গণ্ডি পেরিয়ে গিয়েছে। ৫ লাখ ৪১ হাজার মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং কমেন্ট বক্সে ২৪ হাজারের বেশি মানুষ আম্রপালি-খেসারী জুটির রসায়নের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।