
ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়ক খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) আর অক্ষরা সিংয়ের (Akshara Singh) রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানটিতে দুজনের উষ্ণ রসায়ন দর্শকদের বেশ আনন্দ দিয়েছে।
ইউটিউবে খেসারি লাল এবং ইন্দু সোনালীর (Indu Sonali) গাওয়া ‘আই লাভ ইউ রানী’ (I Love You Rani) গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ভিডিওর মূল প্রাপ্তি অবশ্যই খেসারি লাল। তাঁর সুমধুর কন্ঠস্বর যেমন গানটিকে বিখ্যাত করেছে তেমনি তাঁর নাচের দক্ষতা এবং অক্ষরার সাথে কেমিস্ট্রি পুরো ভিডিওকে পুরো জমিয়ে দিয়েছে। সাঁথিয়া (Saathiya) সিনেমার এই গানটির লিরিক্স লিখেছেন জাহিদ আখতার (Jahid Akhtar) এবং সুর দিয়েছেন ঘুঙরু (Ghungru )। ভাইরাল ভিডিওটিতে নায়ক নায়িকাকে নাচের সাথে সাথে বেশ ঘনিষ্ঠ হতেও দেখা গিয়েছে।
খেসারি লাল একজন ভালো অভিনেতা এবং গায়কের সাথে সাথে নাচেও সমান পারদর্শী। অন্যদিকে অক্ষরাও খেসারি লালের সাথে তালে তাল মিলিয়ে এই গানে ভালো নেচেছেন। নাচের দৃশ্যপট হিসেবে সবুজ ঘাসে ঘেরা বিস্তীর্ণ জায়গাকেই বেছে নেওয়া হয়েছে। গোলাপি আর নীল রঙের স্কার্ট টপে অক্ষরাকে পুরো ভিডিওটিতে মোহময়ী লেগেছে। অন্যদিকে সাদা গোলাপি রঙের শার্টে খেসারীকেও পাশাপাশি দারুন মানিয়েছে। ‘ওয়ার্ল্ড ওয়াইড ভোজপুরি’ (Worldwide Records Bhojpuri) নামে ইউটিউব চ্যানেল থেকে বেশ কিছু বছর আগে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। কিন্তু এই দুই নায়ক নায়িকার জনপ্রিয়তা নেটিজেনদের কাছে এতটাই বেশি যে আবার করে ভিডিওটি প্রকাশ্যে আসতে তারা নতুন করে এদের দুজনের প্রেমে মজেছেন।