
স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) হরিয়ানা রাজ্যের একজন সুপরিচিত তারকা। তিনি নিজের রাজ্যের পাশাপাশি সমগ্র দেশ জুড়েই বেশ জনপ্রিয়। নেট দুনিয়ায় আকছার স্বপ্নার বিভিন্ন ভিডিও ভাইরাল হয়ে থাকে। তিনি মূলত বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে দুর্দান্ত নাচের পারফরম্যান্স করে থাকেন। এছাড়াও, তিনি বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
সম্প্রতি ভোজপুরি তারকা খেসারী লাল যাদবের (Khesari Lal Yadav) সঙ্গে স্বপ্নার নাচের এক পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। খেসারী ভোজপুরি বিনোদন জগতের এক অন্যতম জনপ্রিয় তারকা। তবে শুধুমাত্র ভোজপুরি বিনোদন জগতেই নয়, সমগ্র দেশেই তিনি বেশ পরিচিতি লাভ করেছেন। এই বিষয়টি এখন সকলের কাছেই স্পষ্ট যে বর্তমানে ভারতবর্ষে সিনেমা বলতে আর শুধু বলিউডকে বোঝায় না। অন্যান্য রাজ্যের অন্যান্য ভাষার সিনেমা ও অন্যান্য কনটেন্টও এখন সমগ্র দেশে জনপ্রিয়তা লাভ করে।
ঠিক তেমনভাবেই ভোজপুরি বিনোদন জগতের কনটেন্ট ও তারকারা সমগ্র ভারতবর্ষে জনপ্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে কোনো এক অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে খেসারী ও স্বপ্নাকে একসাথে পারফরম্যান্স করতে দেখা গিয়েছে। গানের তালে তালে তাঁদের দুর্দান্ত নাচ দর্শকাসনে থাকা মানুষদের পাশাপাশি নেটিজেনদেরও মন জয় করে নিয়েছে। এমন কী মাইক তাঁদের গান গাইতেও শোনা গিয়েছে। চার বছর আগের পুরনো এই ভিডিওর ভিউজ সংখ্যা ৫৪ মিলিয়নের গণ্ডি পার করে ফেলেছে। ভাইরাল এই ভিডিওটি ১৯০ হাজারের বেশি মানুষ লাইক করার পাশাপাশি কমেন্ট বক্সে ভক্তরা স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) ও খেসারী লাল যাদবকে (Khesari Lal Yadav) ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।