
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভোজপুরি (Bhojpuri) সিনেমার বাড়বাড়ন্তের কথা আর নতুন করে বলার কিছু নেই। যত দিন যাচ্ছে সমগ্র ভারতবর্ষের মধ্যে ভোজপুরি সিনেমাগুলির জনপ্রিয়তা বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে এই ইন্ডাস্ট্রির অভিনেতা,অভিনেত্রী এবং গায়ক, গায়িকাদের জনপ্রিয়তা। ভোজপুরি ইন্ডাস্ট্রির এরকমই একজন জনপ্রিয় অভিনেতা এবং গায়ক হলেন খেসারি লাল যাদব (Khesari Lal Yadav)। ভোজপুরি ইন্ডাস্ট্রির সুপারহিরো তিনি। অভিনয়ের সাথে সাথে তাঁর গলার গান শুনিয়ে তিনি লক্ষ লক্ষ দর্শককে মুগ্ধ করেছেন। যেমন সুন্দর তাঁর অভিনয় দক্ষতা, অন্যদিকে তেমনি সুন্দর তাঁর কন্ঠ। এহেন একজন সুপারস্টার অভিনেতার যে কোন গান ইউটিউবে আসা মাত্রই তা সাথে সাথে ভাইরাল হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) আবার ও একটি গান নতুন ভাবে আলোরন ফেলেছে। গানটিতে খেসারি লাল যাদব এর সাথে কণ্ঠ দিয়েছেন গায়িকা প্রিয়াঙ্কা সিংহ (Priyanka Singh)। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একজন গায়িকা হিসেবে প্রিয়াঙ্কার সুনাম যথেষ্ট। তাঁর মধুর কন্ঠে কেউ আকৃষ্ট হন না এমন শ্রোতা খুব কমই পাওয়া যায়। সম্প্রতি খেসারি লাল এবং প্রিয়াঙ্কার একটি ডুয়েট গান রীতিমত ঝড় তুলেছে নেটদুনিয়ায়।
‘যব হারমুনিয়া পে মুনিয়া কে চমকি নাথুনিয়া’ (Bhojpuri Song) এই গানটি একসাথে গাইতে দেখা গেছে খেসারি লাল যাদব এবং প্রিয়াঙ্কা সিংহকে। দুই শিল্পীর ডুয়েট এই গানে রীতিমত মুগ্ধ হয়েছেন শ্রোতারা। গানটির কথা থেকে শুরু করে সুর সবকিছুই খুব পছন্দ হয়েছে নেটিজেনদের। ইউটিউবে এই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই হু হু করে তার ভিউ বাড়তে থাকছে। প্রসঙ্গত এই গানের ভিডিওটিতে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম হট এবং গ্ল্যামারাস অভিনেত্রী আরশিয়া আরশিকে (Arshiya Arshi) অভিনয় করতে দেখা গেছে। অভিনেত্রী নিজের স্টাইল এবং লাস্য দিয়ে এমন জৌলুস ছড়িয়েছেন যা দেখে রীতিমতো ঘাম ঝড়ছে দর্শকদের।