
সম্প্রতি ভাইরাল হওয়া এক ইনস্টাগ্রাম রিলে রোমান্স করতে দেখা গিয়েছে ভোজপুরি নায়ক খেসারি লাল যাদব (Khesari lal yadav) এবং আম্রপালি দুবেকে (Amrapali Dubey)। দর্শক এই দুই শিল্পীর মাখো মাখো কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন। খেসারি লাল নিজের ইন্সটা প্রোফাইল থেকে শেয়ার করেছেন ভিডিওটি।
ভিডিওটিতে এই দুজনকে তাঁদের অভিনীত ছবির ‘আজা রিল পর দিখায়াবা তানি’ (Aaja reel per dikhawa Tani) গানে নাচতে দেখা গিয়েছে। গানটি গেয়েছেন খেসারি লাল এবং আর এক জনপ্রিয় ভোজপুরি গায়িকা শিল্পী রাজ (Shlipi Raj)। ছবির শুটিংয়ের মাঝেই এই রিল ভিডিওটি বানানো হয়েছে যা বর্তমানে ছবির প্রমোশনে ব্যবহার করা হচ্ছে। আম্রপালিকে বেগুনি রঙের চকচকে শাড়ির সাথে হালকা মেকাপ এবং খোলা চুলে অসাধারণ লেগেছে। পাশাপাশি লাল এবং কালো স্ট্রাইপ দেওয়া ব্লেজার এবং কালো চশমায় খেসারি লালকেও কোনো অংশে কম লাগেনি। খেসারি লাল এবং আম্রপালি ভোজপুরি ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় ষ্টার। তাঁদের অভিনীত যে কোনো ভিডিও নিমেষে ভাইরাল হয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। খুব অল্প সময়ের মধ্যে রিল ভিডিওটির ভিউস সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। এর থেকেই বোঝা যাই দর্শক এই দুজনের কেমিস্ট্রি কতটা পছন্দ করেন।
View this post on Instagram
খেসারি লাল অভিনয়ের পাশাপাশি গায়ক হিসেবেও ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। এই ভিডিওটির মূল আকর্ষন অবশ্য অভিনেত্রী আম্রপালি। লাস্যময়ী এই নায়িকা খুব অল্প সময়ের মধ্যে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন। ভোজপুরি সিনেমার জনপ্রিয় নায়িকাদের মধ্যে প্রথম সারিতে থাকবেন আম্রপালি। অন্যান্য আঞ্চলিক ভাষার মতো ভোজপুরিও নিজের মতো করে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আর তার ফলশ্রুতি হিসেবে ভোজপুরি গান খুব সহজেই জনপ্রিয়তা পাচ্ছে। সাথে নায়ক নায়িকাদের ফ্যান ফলোয়িং সংখ্যাও পৌঁছে যাচ্ছে বেশ ঈর্ষণীয় জায়গায়।