
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভোজপুরি নায়িকা আম্রপালি দুবে (Amrapali Dubey) এবং নায়ক খেসারি লাল যাদবের (Khesari Lal Yadav) রোম্যান্টিক ভিডিও। জনপ্রিয় এই জুটিকে একসাথে দেখে স্বভাবতই খুশি ভক্তরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আশিকি’ (Aashiqui) নামে খেসারী লাল এবং আম্রপালির মিউজিক ভিডিও। ‘শাড়ী কে পালেট’ (Saree Ke Palet) গানটিতে নাচের সাথে সাথে দুজনকে রোম্যান্স করতেও দেখা গিয়েছে। ভিডিওটিতে আম্রপালির পরনে ছিল লাল রঙের শাড়ি। নায়িকার পোশাকের রঙের সাথে ম্যাচ নায়কের পরনেও ছিল লাল রঙের জমকালো পোশাক। এই দুই জুটিরই নাচ এবং অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। গানের সাথে নাচ করার পাশাপাশি মাঝে বেশ ঘনিষ্ট হতেও দেখা গিয়েছে তাঁদের। সাজানো ঘরোয়া পরিবেশে এই জুটির নাচ ইতিমধ্যে প্রায় ৬৫ হাজার বেশি মানুষ পছন্দ করেছেন। ভিউস সংখ্যাও ছাড়িয়েছে ৫ লাখের বেশি। ‘এন্টার১০ রঙ্গিলা’ (Enterr10 Rangeela) নামে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে।
ভোজপুরি গানের জনপ্রিয়তার কারণেই নিমেষেই ভাইরাল হয়েছে এই ভিডিওটি। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে এই ইন্ডাস্ট্রির নায়ক নায়িকাদের জনপ্রিয়তাও। যাদের কারণে ভোজপুরি ইন্ডাস্ট্রি আজ জায়গা করে নিতে পেরেছে টলিউড এবং বলিউড ইন্ডাস্ট্রির পাশে তার পিছনে খেসারি লাল যাদবের ভূমিকা বেশ অনেকটাই। অভিনয়ের পাশাপাশি তিনি একজন বিখ্যাত গায়ক,ড্যান্সার এবং মডেলেও। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা নেহাত মন্দ নয়। অন্যদিকে লাস্যময়ী নায়িকা আম্রপালিও খুব অল্প সময়ের মধ্যে এই ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।