নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন করিশ্মা কাপুর, অভিনেত্রীর সুপারহট ফিগারে কুপোকাত নেটিজেনরা

করিশ্মা কাপুর (Karisma Kapoor) ভারতবর্ষের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। নব্বইয়ের দশকে তিনি একটানা চুটিয়ে কাজ করে গিয়েছেন। ১৯৯১ সালে করিশ্মা ‘প্রেম কয়েদি’ (Prem Qaidi) সিনেমার মাধ্যমে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। তাঁর ঝুলিতে ‘জিগর’ (Jigar-1992), ‘আনাড়ি’ (Anari-1993), ‘রাজা বাবু’ (Raja Babu-1994), ‘কুলি নং ১’ (Coolie No. 1-1995), ‘সাজন চলে শশুরাল (Saajan Chale Sasural-1996), ‘জিৎ’ (Jeet-1996), ‘রাজা হিন্দুস্তানি (Raja Hindustani-1996), ‘দিল তো পাগল হ্যায়’ (Dil To Pagal Hai-1997) প্রভৃতি উল্লেখযোগ্য সিনেমা রয়েছে।
করিশ্মার খানদান অর্থাৎ কাপুর পরিবারে মহিলাদের অভিনয় করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা ছিল। তবে শাম্মি কাপুরের (Shammi Kapoor) স্ত্রী গীতা বালি (Geeta Bali) নিষেধাজ্ঞা না মেনে বিভিন্ন বাধা ও কষ্ট সহ্য করেও অভিনয় চালিয়ে গিয়েছিলেন। তাঁর মৃত্যুর পরে আর কাপুর পরিবারের কোনো মহিলাই বিনোদন জগতে পা রাখেননি। করিশ্মা কাপুরই প্রথম যিনি নিজের মায়ের সমর্থনে সরাসরি বিনোদন জগতে প্রবেশ করেন ও সাফল্য লাভ করেন। নিজের অভিনয় দক্ষতার জেরে করিশ্মা দর্শকদের ভালোবাসা ও খ্যাতির পাশাপাশি একাধিক অ্যাওয়ার্ডও লাভ করেছেন।
বর্তমানে করিশ্মাকে আর বড়ো পর্দায় সেইভাবে দেখা না গেলেও নেট দুনিয়ায় তিনি ভীষণ জনপ্রিয়। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৭.১ মিলিয়ন। যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় মাঝবয়সী এই অভিনেত্রীকে যেন ততই নিত্যনতুন রূপে দেখা যাচ্ছে। সম্প্রতি করিশ্মা নিজের বেশ কিছু ছবি কোলাজ করে পোস্ট করেছেন। কালো ক্রপ টপ, কালো-সাদা জেগিংস ও চোখে কালো সানগ্লাস পরে চুলে পনিটেল বেঁধে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে তিনি নানা আঙ্গিকে ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। তাঁর এই ছবিতে যেন নব্বই দশকের করিশ্মার স্টাইলের ঝলক দেখতে পাওয়া গিয়েছে। বলাই বাহুল্য যে এই ছবিগুলি পোস্ট হওয়ার পর খুব কম সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।