
কৌশানী মুখার্জী (Koushani Mukherjee) টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ২০১৫ সালে তিনি বনি সেনগুপ্তের (Bonny Sengupta) বিপরীতে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। এরপরে তিনি পরপর কাজ করে গিয়েছেন। কৌশানীর ঝুলিতে ‘কেলোর কীর্তি’, ‘তোমাকে চাই’, ‘জিও পাগলা’, ‘গার্লফ্রেন্ড’, ‘জামাই বদল’, ‘বাচ্চা শ্বশুর’ প্রভৃতি সিনেমা রয়েছে।
অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে কৌশানীর জুটি দর্শকদের ভীষণ পছন্দের। শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তব জীবনেও এই জুটি পরস্পরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন। নেট দুনিয়ায় হামেশাই তাঁদের একসঙ্গে দেখা পাওয়া যায়। এছাড়াও, বিনোদন জগতের বিভিন্ন অনুষ্ঠানেও কৌশানী ও বনি জুটি বেঁধে হাজির হয়ে থাকেন। বর্তমানে টলিউডের এই তারকা জুটি কাজের ফাঁকে নিজেদের জন্য সময় বের করে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন।
বিগত কিছু বছরে মালদ্বীপ যে তারকাদের অন্যতম গন্তব্যস্থল হয়ে উঠেছে এই কথা সকলেরই জানা। এবারে টলিউডের সুন্দরী তারকা মালদ্বীপে গিয়ে তাঁর রূপের ঝলকে সকলকে মোহিত করে দিয়েছেন। সম্প্রতি কৌশানীর পোস্ট করা জলকেলির কিছু ছবি ও ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীকে বেগুনি রংয়ের বিকিনিতে দেখা গিয়েছে।
নীল জলের মাঝে স্টাইলিস্ট বিকিনি ও চোখে সানগ্লাস পরে খোলা চুলে কৌশানী ক্যামেরার জন্য পোজ দিয়েছেন। এই বোল্ড লুকে পোস্ট করা তাঁর ছবি-ভিডিও খুব কম সময়ে ভাইরাল হয়ে গিয়েছে। প্রেমিক বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও কৌশানীর বিপুলসংখ্যক অনুরাগীরা ছাড়াও টলিউডের একাধিক তারকা কৌশানীর পোস্টে তাঁর সৌন্দর্য্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। খোলামেলা পোশাকে হটনেসে ভরপুর কৌশানী মুখার্জীর (Koushani Mukherjee) এই ছবি-ভিডিও নেটিজেনদের ঘাম ছুটিয়ে দিয়েছে।