
বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সাথে নিজের কন্যা নাইসার (Nysa Devgan) বিয়ের প্রসঙ্গে মজার মন্তব্য করলেন অভিনেত্রী কাজল (Kajol)। বলিউড পরিচালক করণ জোহরের (Karan Johar) ‘কফি উইথ করণ’ (Koffee With Karan) শোতে অতিথি হিসেবে এসেছিলেন কাজল। সেইখানেই এই প্রসঙ্গে মুখ খুললেন।
করণ জোহরের সঞ্চালিত এই সেলিব্রিটি টক শোতে অনেকে তারকাই আসেন। বলিউডের অন্যতম নিন্দুক হলেন করন জোহর। এই কথা সর্বজনবিদিত। মজার ছলে তিনি যেসব প্রশ্ন করেন অনেক সময় তা থেকে বিতর্কের সৃষ্টি হয়। অভিনেত্রী কাজল যে এপিসোডে উপস্থিত হয়েছিলেন সেদিনও এইরকমই এক বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠতে চেয়েছিল। কিন্তু বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামলেছিলেন কাজল। করণ কাজলকে প্রশ্ন করেছিলেন শাহরুখ পুত্র আরিয়ান যদি কোনদিন তাঁর মেয়ে নাইসাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে তাহলে তাঁর কি প্রতিক্রিয়া হবে। প্রশ্ন শুনে প্রথমে অভিনেত্রী ঘাবড়ে গেলেও পরে বুদ্ধি করে প্রশ্নের উত্তর দেন তিনি । কাজল বলেন এইরকম ঘটনা হলে সেটি হবে ‘দিলওয়ালে দুলহানিয়া যে জায়েঙ্গে’এর মতো পরিস্থিতি।
25 years!!! Filled with gratitude towards you for loving Raj & Simran, with all your heart. This always feels special. #DDLJ25 @yrf pic.twitter.com/HHZyPR29f9
— Shah Rukh Khan (@iamsrk) October 20, 2020
প্রসঙ্গত উল্লেখ্য আরিয়ান এবং নাইসা বর্তমানে একই কলেজে পড়াশোনা করছেন। সেই সূত্রে তাঁরা খুব ভালো বন্ধু। মাদক কাণ্ডের রেশ কাটিয়ে আরিয়ান আবার ধীরে ধীরে পুরোনো ছন্দে ফিরছেন। পড়াশোনার পাশাপাশি সিনেমার জন্য স্ক্রিপ্ট লিখেছেন তিনি। কারণ ভবিষ্যতে একেই নিজের পেশা হিসেবে বেছে নিতে চান আরিয়ান। এই দুই স্টারকিডের বন্ধুত্ব ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা সময়ই বলবে। তবে তা যদি পরিণয়ের পথে এগোয় তাহলে দুই পরিবারের আপত্তি থাকবে বলে মনে হয়না।