ঘুরে গেল ভাগ্যের চাকা, নতুন জীবনে পা রাখলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

যাত্রার জগতে প্রবেশ করলেন ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকার (Bhuban Badyakar)। কিছুদিন আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। এতো তাড়াতাড়ি যে সফল হবে তা বোধ হয় ভাবতে পারেননি।
পল্লব মুখোপাধ্যায় (Pallab Mukhopadhyay) সম্পাদিত এবং নির্দেশিত ‘খোকাবাবুর খেলাঘর’ (khokababur khelaghor) নামে যাত্রাপালায় অভিনয় করবেন ভুবনবাবু। শ্রী দূর্গা অপেরার (Sri Durga opera) এই যাত্রাতে বিবেকের ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা যাবে বলে জানা গিয়েছে। গ্রামে এখন যাত্রাপালার আকর্ষণ অনেকটাই কমে এসেছে। ভুবনবাবুর আকর্ষণে অনেকেই আবার নতুন করে যাত্রাপালা দেখতে আসবেন বলে মনে করেছেন আয়োজকরা। বাদাম কাকু নিজেও তাঁর অনুরাগীদের অনুরোধ করেছেন তাঁর অভিনীত প্রথম যাত্রাটি দেখতে আসার।
রাস্তায় রাস্তায় গান গেয়ে কাঁচা বাদাম বিক্রি করা থেকে শুরু করে বিনোদনের জগতের অন্যতম সেনসেশনে পরিণত হওয়া ভুবনবাবুর জীবনকাহিনী হার মানাবে যে কোনো সিনেমা কিংবা যাত্রাকেও। গানের জগতের অন্যতম সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। নিজের সোলো এলবাম বানানোর সুযোগ পেয়েছেন। এখন নিজের স্বপ্নগুলো পূরণের লক্ষ্যে এগিয়ে চলেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনয় করার সুপ্ত বাসনার কথা জানিয়েছিলেন। এই স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা দিলেন তিনি। এখন দেখার গানের পাশাপাশি অভিনয় জগতেও তিনি কতটা ভুবন জয়ী হতে পারেন। গ্রামবাংলায় তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী। গ্রামের অনেক অখ্যাত শিল্পীর কাছেই তিনি এখন অনুপ্রেরণা। তাঁকে দেখে আগামী দিনে গ্রাম থেকে আরো অনেক শিল্পীরা খ্যাতি অর্জন করবেন। যাত্রাপালার খ্যাতিও হয়তো তাঁকে ঘিরে আবার নতুন করে ফিরে আসবে।