
বর্তমান সময়ে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) হলেন বলিউডের অন্যতম সুন্দরী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবীকে দেখে অনেকে মনে করেন এই মেয়ে মায়ের পথ অনুসরন করবেন। মায়ের সাথে চেহারার মিল থাকার সাথে সাথে, তিনি মায়ের মতো সুন্দর অভিনয় করছেন। ইতিমধ্যেই তিনি বলিউডে নিজের অভিনয় দক্ষতার জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বি-টাউনে তাঁর অভিনয়,ফ্যাশন, ফিগার সব কিছু নিয়েই সবসময় আলোচনা চলতে থাকে। সম্প্রতি করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তিনি তাঁর উপস্থিতিতে সমস্ত লাইমলাইট কেড়ে নেন এক নিমেষে।
View this post on Instagram
অভিনেত্রী এইদিন পার্টিতে আসার সাথে সাথেই পাপারাৎজিদের সমস্ত ক্যামেরা তাঁর দিকে ঘুরে যায়। এদিন তিনি একটি জাম রঙের হাই স্লিট গাউন ড্রেস পরেছিলেন। এই পোশাকে অভিনেত্রীকে অত্যন্ত সুন্দরী দেখতে লাগছিল। কিন্তু পোশাকের ফাঁক দিয়ে তাঁর পিঠের পুরো অংশই ছিল উন্মুক্ত। আর এই পোশাকের কারনেই তিনি অন ক্যামেরায় ‘উপস মোমেন্ট’ (Oops Moment) এর শিকার হয়ে যান। রেড কার্পেট হয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই অভিনেত্রীর পোশাক কিছুটা উপরে উঠে যায়। ফলে তিনি সর্বসমক্ষে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান। তবে তিনি তৎক্ষণাৎ সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে অত্যন্ত সাবলীলভাবে পুরো ব্যাপারটি সামলে নেন। উল্লেখ্য ভিডিওটি রীতিমতো ভাইরাল (Viral Video) হয়ে গেছে।
ইতিমধ্যে অভিনেত্রী সব জায়গায় তাঁর ফিগার ও স্টাইল সেন্সের জন্য প্রশংসিত হয়েছেন। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তিনি অভিনয় জগতে যথেষ্ট সুনাম অর্জনও করেছেন। বর্তমানে তাঁর হাতে রয়েছে বেশ কয়েকটি হাই বাজেটের ছবি। শোনা যাচ্ছে ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে ‘মিস্টার এন্ড মিসেস মাহি’, ‘বোম্বে গার্ল’, ‘বাওয়াল, ‘দোস্তানা২’, ‘রণভূমি’ ইত্যাদির মত ছবি।