
সোশ্যাল মিডিয়ায় হট পার্টি লুকে ভাইরাল হলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। কয়েকমাস আগে ইন্ডিয়ান প্রোডিউসার এবং ফ্লিমমেকার করণ বুলানির (Karan Boolani) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনিল কাপুর (Anil Kapoor) কন্যা রিয়া কাপুর (Rhea Kapoor)। সে উপলক্ষ্যে আয়োজিত এক পার্টিতে বোন খুশি কাপুরের (Khushi Kapoor) সাথে উপস্থিত ছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।
তারকাখচিত এই পার্টিতে স্কিন টাইট বিকিনি টপে সবার নজর কেড়েছেন তিনি। বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে এই মুহূর্তে অন্যতম হলেন জাহ্নবী। তাই তাঁকে ফ্রেম বন্দি করতে পাপারাৎজিতদের ক্যামেরা সদা তৎপর। ন্যুড মেকাপের সাথে গলায় হীরের হার এবং হাই হিলসে এককথায় অপূর্ব লাগছিলো তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই সবাই তাঁর এই হট লুকের প্রশংসা করেছেন। পুরুষ অনুরাগীরাও কুপোকাত তাঁকে এই রূপে দেখে।
কিছুদিন আগে এক এওয়ার্ড অনুষ্ঠানে বেশ অভিনব পোশাকে ধরা দিয়েছিলেন জাহ্নবী। তাঁকে দেখে অনেকেই কিম কাদর্শিয়ানের (Kim Kardashian) সাথে তুলনা করেছেন। ক্যাজুয়াল লুক থেকে শুরু করে পার্টি লুক যেকোনো রূপেই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নিমেষে। এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। কিছুদিন আগেও চর্চিত বয়ফ্রেন্ডের সাথে অন্তরঙ্গ অবস্থায় এক ফ্রেমে ধরা দিয়েছিলেন। নেটদুনিয়ায় সেই ছবি ঘিরে অনেক বিতর্কও তৈরী হয়েছে ইতিমধ্যে। সব মিলিয়ে এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত সেলিব্রিটি নায়িকা হলেন জাহ্নবী। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও বেশ আকর্ষণীয়। এই ছবি আরেকবার তা প্রমান করলো।