নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

কালো রঙের পোশাকে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন অভিনেত্রী জাহ্নবী কাপুর (Jhanvi Kapoor)। বর্তমানে নিজের আসন্ন ছবির প্রমোশনে ব্যস্ত অভিনেত্রী। তার মাঝেই বোল্ড অবতারে ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে মি এন্ড মিসেস মাহি (Mr And Mrs Mahi ), বাওয়াল (Bawaal ) সহ বেশ কিছু ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন নায়িকা। সম্প্রতি শেষ করেছেন ‘গুড লাক জেরি’ (Good Luck Jerry ) ছবির শুটিং। এর ফাঁকেই অনুরাগীদের জন্য নিজের ইন্সটা পেজ থেকে শেয়ার করলেন এই ভিডিওটি । কালো রঙের ডিপ নেক ড্রেসের সাথে একটা সিলভার রঙের ইয়ারিং পড়েছেন জাহ্নবী। তার সাথে স্টাইল করে চুল বেঁধেছেন। সুন্দরী এই নায়িকাকে এই সমগ্র সাজে অসাধারণ লেগেছে। অনুরাগীরা তাঁর এই ভিডিওতে অসংখ্য লাইকস দিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই কমেন্টসে তাঁর এই সাজের ভূয়সী প্রশংসা করেছেন।
বর্তমানে উঠতি নায়িকাদের মধ্যে অন্যতম হলেন জাহ্নবী। সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে প্রায়শই থাকতে দেখা যায় তাঁকে। সামাজিক মাধ্যমের পাশাপাশি নানা জায়গায় তাঁর অনেক অনুরাগী রয়েছেন। এই ছবি দেখার পরে অনুরাগীর সংখ্যা যে অনেকটাই বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য। অভিনয় ছাড়াও নিজের ব্যাক্তিগত কারণেও সংবাদের শিরোনামে এসেছেন বারংবার। ‘ধাড়ক’ (Dhadak) সিনেমার মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন শ্রীদেবী (Sridevi) কন্যা। এই সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য ফ্লিমফেয়ার (Filmfare Awards), আইফা (IIFA Awards) এবং জি সীনে অ্যাওয়ার্ডস (Zee Cine Awards) পেয়েছেন অভিনেত্রী। সফল অভিনয় জীবনের সাথে সাথে স্টাইল স্টেটমেন্টের কারণে তিনি এখন বেশ জনপ্রিয় সবার কাছেই।