
বর্তমানে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor) বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে নিজেকে সু-প্রতিষ্ঠিত করেছেন। বলিউডের (Bollywood) অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সাধারন জনগনের মনে কৌতূহলের শেষ নেই। তাঁরা কখন কোথায় যাচ্ছেন,কি করছেন, কি খাচ্ছেন ,কাদের সাথে ডেটিং করছেন সেই সব বিষয় নিয়ে জানবার জন্য মুখিয়ে থাকেন নেটিজেনরা। আর এই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তাঁদের কাজের বাইরে একান্তে সময় কাটাতে গেলে যদি কখনো সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েন তাহলে সেই মুহূর্ত সাথে সাথেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম হয়েছে এখানে কোনো ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।মাঝেমধ্যে অভিনেতা এবং অভিনেত্রীদের বিভিন্ন রকমের ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ে। সম্প্রতি প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরের এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে।
বর্তমান প্রজন্মের কাছে অভিনেত্রী জাহ্নবী কাপুর যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। বি-টাউনে অভিনেত্রীকে নিয়ে নিত্যদিনই চর্চা হয়। সম্প্রতি এই অভিনেত্রী বন্ধু-বান্ধবদের সাথে ডিনারে গিয়েছিলেন। আর সেখানকারই তিনি পাপারাজিৎদের ক্যামেরায় ধরা পড়েছিল এবং সেই ছোট্ট ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ‘ইনস্ট্যান্ট বলিউড’ নামক একটি ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও সম্প্রতি শেয়ার করা হয়েছে। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী জাহ্নবী কাপুর একটি পাঁচতারা রেস্টুরেন্টে খেতে গেছেন এবং সেখানেই তিনি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর এবং তাঁর বন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে এবং সানায়া কাপুর একসাথে নৈশভোজের জন্য বেরিয়েছিলেন। অবশ্য এই তিন অভিনেত্রীর সাথে ছিলেন ওরহানও। তিনি হলেন অভিনেত্রীর বিশেষ বন্ধু। কিন্তু রেস্তোরাঁর বাইরে হঠাৎ করে ক্যামেরাম্যানদের ক্যামেরায় ধরা পড়েন এই অভিনেত্রীদের দল। আর তারপরই সেখানে কার্যত ভিড় জমে যায়। অবশ্য এরকম পরিস্থিতিতে অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজেকে যথেষ্ট সংযত রাখেন এবং সেখান থেকে ওরহানের হাত ধরে চলে যান। জাহ্নবীর পিছনে হাসিমুখে অনন্যা এবং সানায়াকে দেখা গিয়েছিল।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ওরহান এর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তাঁর ফ্যান ফলোয়ার্স নিত্যদিনই বাড়ছে। জাহ্নবী ছাড়াও একাধিক স্টারকিডদের সাথে মাঝে মধ্যেই তাঁকে দেখা যায়। বলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার সাথেই তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। তবে সম্প্রতি জাহ্নবী কাপুরের সঙ্গে প্রায়ই তাঁকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। নেটিজেনরা কানাঘুষো আলোচনা করছেন জাহ্নবী এবং ওরহান নাকি সম্পর্কে জড়াতে চলেছেন। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী প্রকাশ্যে এখনো মুখ খোলেননি।প্রসঙ্গত উল্লেখ্য এই দিন ভাইরাল ভিডিওতে জাহ্নবী কাপুরকে হলুদ রঙের স্লিভলেস ডিপনেক ক্রপটপ এবং গাঢ় সবুজ রঙের শার্ট স্কার্টে দেখা গিয়েছিল। খোলা চুল এবং মানানসই মেকআপে অভিনেত্রীকে অসামান্য সুন্দরী দেখতে লাগছিল।