নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

সম্প্রতি নিজের নতুন মিউজিক ভিডিওতে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। অনুরাগীরা বেশ প্রশংসা করেছেন তাঁর পারফরম্যান্সের।
টনি কক্কর (Tony Kakkar) এবং নেহা কক্করের (Neha Kakkar ) গাওয়া ‘মুদ মুদ কে’ (Mud Mud Ke) গানে বেশ অন্তরঙ্গ দৃশ্যে ধরা দিয়েছেন অভিনেত্রী। ভিডিওটিতে তাঁর সাথে দেখা গিয়েছে ইতালিয়ান অভিনেতা মিশেল মরোনকে (Michele Morrone)। জ্যাকলিনের লাস্যময়ী অবতারে ঘায়েল হয়েছেন মিশেল থেকে শুরু করে নেটিজেনরাও। ভিডিওর শুরুতে দেখতে পাওয়া গিয়েছে একটি পাবে সোনালী রঙের ড্রেস পরে মোহময়ী ভঙ্গিতে নাচ করেছেন অভিনেত্রী। মিশেল তাঁর কিছু সঙ্গী সাথীদের সাথে পাবে প্রবেশ করেন। মিশেল খুব সহজেই প্রেমে পরে যান জ্যাকলিনের। এর পরে সেখানে উপস্থিত কিছু মানুষের হাত থেকে নিজেদের বাঁচাতে মিশেল এবং জ্যাকলিন গাড়িতে করে পালিয়ে যান। এর পরের অংশে দুজনকেই বেশ ঘনিষ্ট হতে দেখা যায়। চুম্বন দৃশ্যে বেশ সাবলীল লেগেছে দুই শিল্পীকে। সুপুরুষ মিশেলের সাথে প্রথমবার এক ফ্রেমে ধরা দিয়েছেন জ্যাকলিন। তবে দুজনেই পেশাদার শিল্পী। তাই কখনোই বুঝতে পারা যায়নি তাঁরা প্রথমবার একসাথে জুটি বেঁধেছেন। এই ভিডিওতে জ্যাকলিনের রূপে যেমন ঘায়েল হয়েছেন বহু পুরুষ তেমনি মিশেলের লুকও অনেক নারীর হৃদয়ে ঝড় তুলেছে।
View this post on Instagram
ইতালিয়ান সিনেমার সাথে সাথে বেশ কিছু পোলিশ সিনেমাতেও অভিনয় করেছেন মিশেল। অভিনেতার পাশাপাশি তিনি একজন মডেল,সিঙ্গার এবং ফ্যাশন ডিজাইনার। ২০২০ সালে একটি ইরোটিক সিরিজে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। অন্যদিকে জ্যাকলিনও ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা বানিয়ে নিতে সক্ষম হয়েছেন। বর্তমানে তিনি ‘সার্কাস’ (Cirkus) এবং ‘রাম সেতু’ (Ram Setu) সিনেমার শুটিংয়ে ব্যস্ত।