
স্টার জলসার ভীষণ জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ শেষ হয়েছে কয়েক সপ্তাহ আগেই। মুখ্য চরিত্র অর্থাৎ ‘শ্রীময়ী’-র অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Halder) আপাতত আর ছোটপর্দায় ফিরবেন না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ধারাবাহিক শেষ হওয়ার খুব অল্পসময়ের মধ্যেই তিনি বড়পর্দায় একের পর এক কাজের সুযোগের প্রস্তাব লাভ করেছেন। সেইসবের শ্যুটিংয়ের মাঝে মাঝেই বর্তমানে তিনি সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় স্টেজ শো করছেন।
বাংলা বিনোদন জগতে ইন্দ্রানী হালদার অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত অভিনেত্রী। বহু বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। খুব অল্প বয়সেই ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। এরপরে পড়াশোনা শেষ করার পর ইন্দ্রানী আবার ফিরে আসেন অভিনয়ে। যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছিলেন তিনি। নিয়মিত নৃত্য প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি, প্রখ্যাত নৃত্যশিল্পী থাঙ্কুমনি কুট্টির কাছে দীর্ঘ সময় ধরে ইন্দ্রানী ভরতনাট্যম শিখেছেন। একের পর এক সিনেমা ও ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রি ও দর্শকমহলে সফলভাবে তিনি নিজের জায়গা প্রতিষ্ঠা করে নিয়েছেন।
আরও পড়ুন





