
জনপ্রিয় ভোজপুরি তারকা পবন সিংয়ের (Pawan Singh) এক পুরনো মিউজিক ভিডিও সম্প্রতি নতুন করে নেট দুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। এই কথা কারোরই অজানা নয় যে বর্তমানে ভারতবর্ষে শুধুমাত্র বলিউড ইন্ড্রাস্টি নয়, কিছু রাজ্যভিত্তিক ফিল্ম ইন্ডাস্ট্রিও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই বিষয়ে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্টি আগে থেকেই এগিয়ে ছিল, এবারে তালিকায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি এক অন্যতম জায়গা তৈরি করে নিচ্ছে। ভারতে এখন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা বা গান আলাদাই মাত্রায় পৌঁছে গিয়েছে। বিয়েবাড়ি হোক বা পুজোর ভাসান, সর্বত্রই ভোজপুরি গানের সঙ্গে অধিকাংশ মানুষ এখন মেতে ওঠেন।
ইন্টারনেটের যুগে বেশিরভাগ মানুষের কাছেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভোজপুরি বিনোদন জগতের কিছু মিউজিক ভিডিও বা সিনেমার কোনো দৃশ্য মাঝে মধ্যেই তুমুল ভাইরাল হয়ে থাকে। এমন কিছু কিছু ভোজপুরি মিউজিক ভিডিও ইউটিউবে রয়েছে যার জনপ্রিয়তা বহু বছর পরেও চোখে পড়ার মতো। তেমনই এক ভিডিওর কথা আজকের এই প্রতিবেদনে উল্লেখ করা হবে। এই ভিডিওতে পবন সিংয়ের সঙ্গে আরেক ভোজপুরি তারকা নিধি ঝাঁ (Nidhi Jha)-কে দেখা গিয়েছে।
উল্লেখ্য এই ভাইরাল ভিডিওতে পবন সিং (Pawan Singh) ও নিধি ঝাঁ (Nidhi Jha) খোলা আকাশের নীচে দাঁড়িয়েই তুমুল নেচেছেন। ‘লুলিয়া কা মাঙ্গেলা’ নামক মিউজিক ভিডিওতে তাঁরা খোলা পরিবেশে এক রিসর্টের মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। গানের তালে তালে উদ্দাম নাচের পাশাপাশি তাঁদের তুমুল রোম্যান্সে মজতে দেখা গিয়েছে। পবন সিং ও নিধি ঝাঁ-এর মধ্যের জমজমাট রসায়ন নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। চার বছর আগে ‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ‘সত্যা’ অ্যালবামের এই মিউজিক ভিডিওটির ভিউজ সংখ্যা বর্তমানে ১৩ কোটির গণ্ডি পার করে ফেলেছে। প্রচুর মানুষ ভিডিওটি লাইক করার পাশাপাশি কমেন্ট বক্সে পবন-নিধি জুটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।