কাকীর সঙ্গে অবৈধ সম্পর্ক, সাহসিকতার প্রতিটি সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী, বন্ধ ঘরে একা দেখুন

ওটিটি প্ল্যাটফর্ম ‘উল্লু’-তে (Ullu) আবারও মুক্তি পেয়েছে সাহসী ও খোলামেলা দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজ ‘চরম সুখ: জানে আনজানে মে’ (Charamsukh:Jane Anjane Me)। ভারতের অ্যাডাল্ট বিনোদনের দুনিয়ায় অন্যতম জনপ্রিয় এই অ্যাপ ওরফে ওটিটি প্ল্যাটফর্মের এই বোল্ড ওয়েব সিরিজ ২৭ মে মুক্তিলাভ করেছে। বরাবরের মতোই ‘উল্লু’ অ্যাপের এই সিরিজও যে দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে তা বলাই বাহুল্য। বস্তুত এই সময়ে দাঁড়িয়ে ভারতের কিছু ওটিটি প্ল্যাটফর্মের এই ধরণের ওয়েব সিরিজ প্রাপ্তবয়স্ক বিনোদনের এক অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।
ভারতবর্ষে এমন কিছু নির্দিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে যার প্রায় প্রতিটি ওয়েব সিরিজেই প্রচুরসংখ্যক যৌন দৃশ্য থাকে। এই সব ওয়েব সিরিজ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের (১৮+) জন্যই নির্মাণ করা হয়ে থাকে। তেমনই এক নির্দিষ্ট জনপ্রিয় ও অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম হল ‘উল্লু’ (Ullu)। এই ওটিটি প্ল্যাটফর্মের প্রত্যেকটি ওয়েব সিরিজে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে তুমুল ঘনিষ্ঠতা ও জমজমাট রোম্যান্স দেখানো হয়ে থাকে। দর্শকদের অধিকাংশই এই ধরণের দৃশ্য ভীষণ পছন্দ করেন। ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও অভিনেত্রীদের হটনেস ও বোল্ড লুক এইসব সিরিজ জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ।
গত ২৭ মে ‘উল্লু’-তে (Ullu) রিলিজ করেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চরম সুখ: জানে আনজানে মে’ (Charamsukh:Jane Anjane Me)-এর পঞ্চম সিজনের প্রথম পর্ব। এই সিজনের এক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিনি জাজ। একাধিক খোলামেলা দৃশ্যে তাঁর সাহসী অভিনয় ও বোল্ডনেস দর্শকদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই বারের সিজনে অবৈধ সম্পর্ক যেন এক অন্য মাত্রা পার করে ফেলেছে। এইবারে গত ৩ জুন এই সিরিজের পঞ্চম সিজনের দ্বিতীয় পর্ব। দুই পর্বেই কাকিমার সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক দেখানো হয়েছে। একাধিক যৌনতামূলক দৃশ্য দর্শকদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছে। ভুল করেও বাড়ির কারোর সামনে হটনেসে ভরপুর এই ওয়েব সিরিজ দেখতে বসবেন না।