মাঝরাতে এল বড়সড় দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন হৃত্বিক রোশন

বৃহস্পতিবার মধ্যরাতে কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan)। সদ্য প্রয়াত হয়েছেন অভিনেতার দিদা।
গত দুবছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অভিনেতার দিদা পদ্মা রানী ওমপ্রকাশ (Padma Rani OmPrakash )। বৃহস্পতিবার ৩টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর ফলে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে গোটা রোশন পরিবারে। ছোটবেলায় বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন দিদার সাথে। স্বভাবিকভাবে তাঁর মৃত্যুতে বেশ শোকাহত হৃতিক। ২০১৯ সালে হারিয়েছিলেন দাদু জে ওমপ্রকাশকে (J. Om Prakash)। ৯৩ বছর বয়সে বিখ্যাত এই পরিচালক ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন। স্বামীর মৃত্যুর পরে ছেলে এবং নাতি নাতনিদের সাথেই ছিলেন পদ্মা রানি। অনুরাগীদের সাথে সাথে বলিউডে অভিনেতার শুভানুধ্যায়ীরাও সহানুভূতি জানিয়েছেন তাঁকে। হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজন খানের (Sussanne Khan) সাথে বিচ্ছেদ হলেও অভিনেতার পরিবারের সাথে এখনো সদ্ভাব রয়েছে। খবর পেয়ে তিনিও ছুটে এসেছেন।
বর্তমানে বিক্রম বেদার (Vikram Vedha) শুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। তার মধ্যে অন্যতম হলো সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত ‘ফাইটার’ (Fighter) সিনেমাটি। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। ছবির পাশাপাশি সম্প্রতি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। ২০১৪ সালে সুজানের সাথে বিচ্ছেদের পরে অনেকের সাথেই তাঁর সম্পর্ক শুনতে পাওয়া গিয়েছিল। এখন তিনি অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সাথে সম্পর্কে রয়েছেন। এমনকি পরিচালক করণ জোহরের (Karan Johar) জন্মদিনের পার্টিতে প্রকাশ্যে নিজের প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেও নিয়েছিলেন অভিনেতা। সব মিলিয়ে পেশাদার জীবনের সাথে ব্যক্তিগত জীবনেও বেশ খুশি ছিলেন তিনি। কিন্তু দিদার মৃত্যু নিঃসন্দেহে সমস্ত আনন্দ মাটি করে দিয়েছে তাঁর। শুটিং ফেলে রেখে তিনি এখন পরিবারের সাথে রয়েছেন।