আমারও পরানো যাহা চায়, বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে নেটিজেনদের অশ্লীল কটাক্ষের শিকার হিরো আলম

বেসুরে রবীন্দ্রসংগীত গেয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন বাংলাদেশের মডেল হিরো আলম (Hero Alom)।‘নেক্সট এন্টারটেইনমেন্ট’ (Next Entertainment) নামে এক ইউটিউব চ্যানেল থেকে হিরো আলমের গানের এই ভিডিওটিকে শেয়ার করা হয়েছে। বেসুরে গেয়ে রবি ঠাকুরের গানকে অপমান করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওটিতে দেখতে পাওয়া গিয়েছে একটি গাছের তলায় গিটার বাজিয়ে প্রথমে ‘আমারও পরানো যাহা চায়’ (Amaro Porano Jaha Chay) গানটি গেয়েছেন। এর পরে তাঁর গলায় শুনতে পাওয়া গিয়েছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মৌসুমী ভৌমিকের (Moushumi Bhowmik) গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ (Ami Shunechi Sedin Tumi) গানটিও। রবিঠাকুরের অমর সৃষ্টির মধ্যে অন্যতম হলো ‘আমার পরান যাহা চায়’ গানটি। এই গানটিকে এইভাবে গাওয়ার জন্য নেটিজেনরা ক্ষোভ উগরে দিয়েছেন তাঁর উপরে। এমনকি বাংলাদেশের শিল্পীর গাওয়া গানকেও অপমান করতে ছাড়েননি। তবে এইসবের উত্তরে হিরো আলম বলেছেন তিনি পেশাদার গায়ক নন। আপামর বাঙালির মতো তিনিও রবি ঠাকুরের ভক্ত। নিজের মতো করে গানটি গাওয়ার চেষ্টা করেছেন মাত্র। একজন বাঙালি হিসেবে সেটা তিনি করতেই পারেন।

নেটদুনিয়ার এতো সমালোচনা সত্ত্বেও মাঝে মাঝেই তাঁকে এরকম অদ্ভুত কার্যকলাপ করতে দেখা যায়। এর আগে বাদাম কাকু ভুবন বাদ্যকারের (Bhuban Badyakar) ‘কাঁচা বাদাম’ গানটি তাঁর এতটাই পছন্দ হয়েছিল যে ভুবনবাবুর সাথে তিনি একটি ডুয়েট এলবামে একসাথে গান গেয়ে ফেলেছেন। এমনকি এককালের ইউটিউব সেনসেশন রানু মন্ডলের (Ranu Mondal) সাথেও তাঁকে গলা মেলাতে দেখা গিয়েছিল।