
প্রয়াত কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখার্জির( Sandhya Mukherjee ) গাওয়া ‘চম্পা চামেলী’ (Champa Chameli) গানে নাচ করে অনুরাগীদের মুগ্ধ করলেন গাঁটছড়া (GantChhora) ধারাবাহিকের মুখ্য জুটি ঋদ্ধি (Riddhi) এবং খড়ি (Khori)। টেলি একাডেমি অ্যাওয়ার্ডস (Tele Academy Awards) মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনেই এই শোতে দুর্দান্ত পারফরম্যান্স করলেন এই জুটি।
গত ১৯শে জুন সম্প্রচারিত হয়েছিল এই অনুষ্ঠানটি। গীতিকার সন্ধ্যা মুখোপাধ্যায়ের এই গানের সাথে বাঙালির নস্ট্যালজিয়া জড়িয়ে রয়েছে। ঋদ্ধি এবং খড়ি গায়িকাকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি উস্কে দিলো সেই নস্ট্যালজিয়াকে। ইনস্টাগ্রামে গাঁটছড়ার পেজ থেকে শেয়ার করা হয়েছিল এই জুটির নাচের ভিডিও। ২৬ হাজারের উপরে মানুষ ভিডিওটিকে দেখেছেন। লাইকস দিয়ে নিজেদের ভালোবাসা জানাতে ভোলেননি কেউই। নাচের সময় খড়ির পরনে ছিল ঘিয়ে রঙের জরি দেওয়া শাড়ি। অন্যদিকে ঋদ্ধি পরেছিলেন ম্যাচিং কালারের ধুতি পাঞ্জাবি। সিরিয়ালে গল্পের স্বার্থে এই জুটির মধ্যে এখনো তেমন রসায়ন নজরে না পড়লেও এইরকম দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে অবশ্যই নেটিজেনদের মন জয় করে নিয়েছেন তাঁরা।
বর্তমানে মিঠাই (Mithai ) ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকায় শীর্ষে উঠে এসেছে গাঁটছড়া ধারাবাহিক। ঋদ্ধি -খড়ির (Riddhi-Khori) জনপ্রিয়তাও বৃদ্ধি পেয়েছে আরো বেশি। তাই অ্যাওয়ার্ডের মঞ্চে নিজেদের প্রিয় জুটিকে নাচতে দেখে স্বভাবতই উচ্ছসিত দর্শকরা। প্রতিবারের মতো এবারেও জি বাংলা ,কালার্স বাংলা সহ একাধিক চ্যানেলের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন এই শোতে। বিনোদনে জগতের কলাকুশলীদের সম্মান জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় এই অনুষ্ঠানটির। এই বারে আলাদা করে নজর কেড়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং সোলাঙ্কি রায় (Solanki Roy)। পর্দার সাথে সাথে পর্দার বাইরেও এই জুটিকে সবার পছন্দ।