
দর্শকদের জন্য এক দারুন টুইস্ট অপেক্ষা করছে গাঁটছড়া (Gantchora) সিরিয়ালে। সাম্প্রতিককালে ফাঁস হওয়া এক ছোট ভিডিও ক্লিপিংস থেকে জানা গিয়েছে ভিলেনের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেবে নায়িকা।
ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ায় আসতে চলেছে বড়ো চমক। সিরিয়ালের নেতিবাচক চরিত্র রাহুলের (Rahul Sengupta) সমস্ত কীর্তি ফাঁস করে দেবে নায়িকা খড়ি (Khori )। সিরিয়ালের গল্প অনুযায়ী ঋদ্ধি- খড়ির (Riddhi-Khori) জীবনে বারেবারে বিপর্যয় ডেকে আনে রাহুল। আর এই কাজে তাকে সবরকম সহায়তা করে দ্যুতি (Dyuti )। এদের জন্যই কাছে আসতে পারেনা ঋদ্ধি ও খড়ি। এদিকে এদের দুজনকে একসাথে আনতে বদ্ধপরিকর দাদু ঠাকুমা দুজনকে দেশের বাড়ি পাঠিয়ে দেয়। ঘটনাচক্রে সেইখানে গিয়ে খড়ি অসুস্থ হয়ে পড়ে এবং ঋদ্ধি সেবা করে খড়িকে সুস্থ করে তোলে। আসল ঘটনা অনুযায়ী ঋদ্ধির খাবারে বিষ দিয়েছিল দ্যুতি। কিন্তু দুর্ভাগ্যবশত এই খাবার খেয়ে নিয়ে অসুস্থ হয়ে পরে খড়ি। এর পরে দ্যুতির কাছে খড়ি জানতে পারে যে ঋদ্ধিকে মারতে রাহুল গুন্ডা পাঠিয়েছে। অসুস্থ শরীরে গুন্ডাদের মোকাবিলা করে ঋদ্ধিকে বাঁচিয়ে দেয় খড়ি।
টানটান উত্তেজনাময় এই ঘটনার পরে সিরিয়ালে আসবে মোক্ষম টুইস্ট। যেখানে খড়ি রাহুলের বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমান জোগাড় করে রাহুলের সত্যি সবার সামনে নিয়ে আসে। রাহুলকে সম্প্রতি ব্যবসার দায়িত্ব দিয়েছিল ঋদ্ধি। এর পরেই ওদের গয়নার এক্সিবিশনের দিন দোকানে আগুন লেগে যায়। খড়ি পরে সবাইকে জানায় যে এই আগুন লাগানোর পিছনে আসল হাত আছে রাহুলের। দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এটা জানতে যে ঋদ্ধি সমস্ত সত্যি জানতে পেরে রাহুলের বিরুদ্ধে কি স্টেপ নেয়।