
এত ছোট বয়সে যেভাবে এত বড় একটি চরিত্র টিভির পর্দায় ফুটিয়ে তুলেছে তা সত্যিই দর্শকদের মনে দাগ কেটেছে। গত ৪ বছর ধরে রমরমিয়ে চলছে এই সিরিয়াল। সবসময়ই টি আর পিতে শীর্ষে থাকে এই সিরিয়ালের নাম। আর ছোট পর্দা মাতিয়ে দিতিপ্রিয়া এখন বড় পর্দার অপর্ণা হয়ে ধরা দিতে চলেছে সকলের কাছে।
View this post on Instagram
পড়াশুনার পাশাপশি সে যেভাবে তাঁর অভিনয়ের কেরিয়ার এগিয়ে নিয়ে যাচ্ছে তা এক কথায় প্রশংসনীয়। টলিউড ছাড়িয়ে দিতিপ্রিয়া আর কিছুদিনের মধ্যেই বলিউডে অভিষেক করতে চলেছে।
অভিষেক বচ্চনের এর পরবর্তী ছবি ‘বব বিশ্বাস’এ দেখা যাবে দিতিপ্রিয়াকে অভিষেকের মেয়ের বান্ধবীর চরিত্রে দেখা যাবে।
View this post on Instagram
সম্প্রতি দিতিপ্রিয়ার একটি ফ্যানপেজ চেয়ে তাঁর বিয়ের কনের সাজে সাজা একটি ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবিতে দিতিপ্রিয়ার পরনে রয়েছে লাল বেনারসী, সাবেকি ভারী গয়না। আসলে হয়তো কোনো ফটোশুটের জন্যই তাঁর এই সাজ। সম্প্রতি দিতিপ্রিয়ার এই ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।