
বর্তমানে দেব (Dev) অর্থাৎ আমাদের সকলের প্ৰিয় দীপক অধিকারী (Deepak Adhikari) টলিউডের প্রথম সারির অভিনেতা। পর্দায় হোক কিংবা বাস্তবে তাঁকে এক ঝলক দেখবার জন্য উন্মাদ হয়ে ওঠেন নেটিজেনরা। একের পর এক হিট সিনেমা দিয়ে দর্শকদের মনে একটি সুপ্রতিষ্ঠিত জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। অভিনয়, মঞ্চ থেকে শুরু করে রাজনীতি সবেতেই নিজের সেরাটা দিয়েছেন দেব। সম্প্রতি আবারও লাইভ পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জিতে নিলেন তিনি। মাধবপুর অভিনন্দন ক্লাবে আয়োজিত এক সংগীত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নায়ক। আর সেখানেই মঞ্চে মাইক হাতে গান গাইতে দেখা গেছে তাঁকে। অনুষ্ঠানটি প্রায় দেড় বছর আগের হলেও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ব্যাপকভাবে আলোড়ন ফেলেছে।
অভিনেতা অভিনেত্রী মানেই তাঁদের অভিনয়ে দক্ষ হতে হয়। আর অভিনয়ের পাশাপাশি নাচটা তাঁদের বাধ্যতামূলক। আবার যে সমস্ত শিল্পীরা থিয়েটারে কাজ করেন তাঁরা অন্যদিকে বাচিকশিল্পী হিসেবেও কাজ করেন। তবে অভিনেতা-অভিনেত্রীদের গান গাইতে খুব একটা দেখা যায় না। অনেকেই ভালো অভিনয় করলেও গান গাইতে বললে ঠিক মত সুর-তাল-লয় মেনে গাইতে পারেন না। অনেক অভিনেতা অভিনেত্রীদের স্টেজের সামনে দাঁড়িয়ে হাজার হাজার দর্শকের সামনে মাইক হাতে গান গাইবার সাহসও থাকে না। কিন্তু সম্প্রতি এই ভাইরাল ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে অত্যন্ত স্বাভাবিকভাবে অগুন্তি দর্শকের সামনে মাইক হাতে সাবলীল ভঙ্গিমায় গান শুনিয়েছেন (Stage Performance) অভিনেতা দেব।
তবে এই ভাইরাল ভিডিওটিতে দেবের গান শুনে সহজেই অনুমান করা যাচ্ছে দেব মিষ্টিভাষী সু-অভিনেতা হলেও তাঁর গলা খুব একটা ভালো নয়। বলতে গেলে বেসুরো গলায় তিনি তাঁর অভিনীত ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমার একটি গান গেয়েছেন। তবে ভরা মঞ্চে যেভাবে কনফিডেন্সের সাথে তিনি পারফরম্যান্স দিয়েছেন তা যথেষ্ট প্রশংসনীয়। বরাবরই দেব একজন ভালো অভিনেতার পাশাপাশি প্রকৃত এক মানুষ হিসাবে ধরা দিয়েছেন। রাজনৈতিক মহলেও নিজের যোগ্যতায় নিজের নাম প্রতিষ্ঠা করেছেন তিনি। বক্তৃতা হোক কিংবা কোনো অনুষ্ঠান সব ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছেন এই অভিনেতা। সম্প্রতি অনুষ্ঠানে তাঁর এই গান শুনে আপাতত খুশি তাঁর ভক্তরা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা দেবের গানের এই ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথেই ৩৩ হাজারেরও বেশি পেয়ে ভিউজ গেছে। তবে ভিডিওর কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই যেমন তাঁর গানের প্রশংসা করেছেন,অপরদিকে অনেকেই বলেছেন তিনি হয়তো না গাইলেই পারতেন। এমনকি অনেকে অভিনেতাকে রীতিমতো ট্রোল করতে শুরু করেছেন।