
‘সুপার সিঙ্গার’ (Super Singer Season 3) এই মুহূর্তে বাংলা টেলিভিশন চ্যানেল স্টার জলসার (Star Jalsha) একটি অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। এই জনপ্রিয় গানের রিয়েলিটি শোতে রীতিমতো মজেছেন বাংলার দর্শকেরা। এই প্রোগ্রামে সাধারণত সারা বাংলার প্রতযোগিরা অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে মেলে ধরতে পারেন। ইতিমধ্যেই এই রিয়েলিটি শোকে মাধ্যম করে একাধিক প্রতিভাবান গায়ক গায়িকার খোঁজ মিলেছে। অভিনেতা যীশু সেনগুপ্তর (Jisshu Sengupta) সঞ্চালনায় এই গানের রিয়েলিটি শোটি বর্তমানে নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। তবে সম্প্রতি এই শোয়ের একটি এপিসোড সোশ্যাল মিডিয়ায় বহুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে। যেখানে এই প্রোগ্রামে অতিথি হিসাবে উপস্থিত দুই বাংলার সুপারস্টার দেব এবং জিৎ এর মধ্যে সর্বসমক্ষে তর্কবিতর্ক লেগে গেছে।
‘সুপার সিঙ্গার’ শো এর একটি বিশেষ পর্বে উপস্থিত হয়েছিলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত। নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে দেখামাত্রই দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সীমা-পরিসীমা থাকে না। তবে এই পর্বে মাধুরী দীক্ষিত ছাড়াও উপস্থিত ছিলেন টলিউডের প্রথম সারির দুই নায়ক দেব এবং জিৎ। এছাড়াও এই অনুষ্ঠানে বিচারকের আসনে দেখা গিয়েছে কুমার শানু, সোনু নিগম এবং কৌশিকী চক্রবর্তীকে। তবে এই সমস্ত বিচারক এবং সঞ্চালক যীশু সেনগুপ্তের সামনে আচমকাই দেব এবং জিৎ এর মধ্যে শুরু হয়ে যায় তুমুল তর্কাতর্কি। যা রীতিমতো অবাক করা কান্ড। তবে এই দুই সুপারস্টারকে সামাল দিতে অবশেষে মঞ্চে অবতীর্ণ হন অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
তবে আসল ব্যাপারটা হলো পুরো ঘটনাটাই সাজানো। শোএর চমক বাড়াবার জন্য সরাসরি সম্মুখ সমরে নেমে পড়েছিলেন এই দুই নায়ক। অবশেষে মঞ্চে মাধুরী দীক্ষিতের সাথে কোমর দোলাতে দেখা যায় সুপারস্টার দেব এবং জিৎকে। শুধুমাত্র দর্শকদের আনন্দ দেবার জন্যই এই এপিসোডটি এমনভাবে তৈরি করা হয়েছে। আপাতত সোশ্যাল মিডিয়ায় সুপার সিঙ্গার এপিসোডটি সুপার ভাইরাল হয়েছে। দেব (Dev) এবং জিৎ (Jeet) এর নকল তর্কাতর্কির দৃশ্য থেকে শুরু করে মাধুরী দীক্ষিতের সাথে জনপ্রিয় হিন্দি গান ‘দিল তো পাগল হে’ তে দেব এবং জিৎ এর জমানো ডান্স দারুণ উপভোগ করেছেন দর্শকেরা।