
আগামী ১১ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম ভিডিও’-তে মুক্তি পেয়েছিল শকুন বাত্রা পরিচালিত সিনেমা ‘গেহরাইয়াঁ’। এই সিনেমায় একসঙ্গে বলিউডের একগুচ্ছ তারকাদের গিয়েছিল। মুখ্য ভূমিকায় ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সিদ্ধান্ত চতুর্বেদী (Sidhdhant chaturbedi), অনন্যা পান্ডে (Ananya Pandey), ধৈর্য্য কারওয়া (Dhairya Karwa)।
সিনেমার প্রোমোশনের জন্য বিভিন্ন ইভেন্টে প্রায়ই উপস্থিত হচ্ছেন তারকারা। তাঁদের সেই সময়ের প্রকাশ পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আলোচনায় উঠে এসেছেন দীপিকা পাড়ুকোন। প্রচার চলাকালীন সময়ে দীপিকা এক কমলা রঙের পোশাক পরেছিলেন। তাঁর সেই পোশাককে কেন্দ্র করেই সমালোচনার ঝড় উঠেছে।
দীপিকার পরনের ফুলহাতা কমলা রঙের পোশাকটি ছিল ভিন্ন ডিজাইনের। বডি-হাগিং টাইট এই পোশাকের উপরিভাগ কাটা কাটা থাকায় স্তনের কিছু অংশ ছিল অনাবৃত। সাথে জাঙ্ক জুয়েলারি ও মানানসই হালকা মেকআপে তাঁকে বরাবরের মতোই দুর্ধর্ষ দেখাচ্ছিল। তিনি খুব সুন্দরভাবে পোশাকটিকে ক্যারি করছিলেন। কিন্তু নীতি পুলিশরা তাঁর দেহের অনাবৃত অংশের জন্য সমালোচনা করতে পিছপা হননি।
View this post on Instagram
সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই সিদ্ধান্তের সাথে অভিনীত ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। বিয়ের পর এই প্রথম অন্য কোনো অভিনেতার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হতে দেখা যাবে দীপিকাকে। সিদ্ধান্ত-দীপিকার মধ্যের সম্পর্ক নিয়েও বিভিন্ন গুঞ্জন রটতে শুরু করেছিল, যদিও তাতে দুইজনের কেউই কোনোরকম গুরুত্ব প্রদান করেননি। কিছুদিন আগেই আরেক প্রোমোশনাল ইভেন্টে সিনেমার আরেক অভিনেত্রী অনন্যা পান্ডের পরিহিত পোশাককে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত ঘটেছিল।