
ইউটিউবে উষ্ণ রোমান্স ছড়িয়ে দিয়েছেন ভোজপুরি গায়ক রিতেশ পান্ডে ( Ritesh Pandey) এবং আইটেম ড্যান্সার হিসেবে সুপরিচিত নিধি ঝা (Nidhi Jha)। দুজনের মাখো মাখো কেমিস্ট্রি দর্শক বেশ উপভোগ করেছেন।
‘ইয়ারা তেরি ইয়ারি’ (Yaara Teri Yaari) সিনেমার গানে চুটিয়ে রোমান্স করেছেন রিতেশ এবং নিধি যিনি ভোজপুরি ইন্ডাস্টিতে ‘লুলিয়া’ (Luliya) নামেও পরিচিত। । এই সিনেমার ‘গোরি কারে দা পালং পা ফাইট’ (Gori Kare Da Palang Pa Fight) গানটি গেয়েছেন রিতেশ নিজে। তাঁর সাথে গলা মিলিয়েছেন আর এক জনপ্রিয় ভোজপুরি গায়িকা প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)। মধুকর আনন্দের (Madhukar Anand) সুরে গানটির কথা লিখেছেন সুমিত সিং চন্দ্রবংশী (Sumit Singh Chandravanshi)। আইটেম ড্যান্সার হিসাবে ইন্ডাস্ট্রিতে নিধির একটা আলাদা পরিচিতি আছে। এই ভিডিওটিতে তাঁকে বেশ হট অবতারে দেখতে পাওয়া গিয়েছে। ভিডিওটির বিভিন্ন সময়ে দুজন শিল্পীরই পোশাকের পরিবর্তন হয়েছে দৃশ্যপটের সাথে সাথে। নিধিকে সাদা টপের সাথে কালো রঙের হট প্যান্টে যেমন আকর্ষনীয় লেগেছে তেমনি রঙিন ওয়ান পিস্ পোশাকেও বেশ হট লেগেছে। বাড়ির সুইমিং পুলের মধ্যেই রিতেশের সাথে অন্তরঙ্গ অবস্থায় নাচতে দেখে গিয়েছে তাঁকে।
রিতেশের গানের গলা যেমন দর্শকদের পছন্দের তেমনি নিধির সাথে তাঁর কেমিস্ট্রিও দর্শকদের মনে ধরেছে । রিতেশ পান্ডের ইউটিউব চ্যানেল ‘রিতেশ পান্ডে হিটস’ (Ritesh Pandey Hits) থেকে দুই বছর আগে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। আবার নতুন করে সেটি ভাইরাল হয়েছে। ইতিমধ্যে ১২ হাজার মানুষ পছন্দ করেছেন রিতেশ এবং নিধির এই উষ্ণ রসায়ন। ভিউস সংখ্যাও ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভোজপুরি গানের জনপ্রিয়তা যেইভাবে দিনদিন বাড়ছে তাতে এই পরিসংখ্যানে পরিবর্তন আসবে।