TRP তালিকায় হাড্ডাহাড্ডি লড়াই মিঠাই-গাঁটছড়ার, সেরার মুকুট কার দখলে?

টি আর পি (TRP List) তালিকায় প্রত্যেক সপ্তাহে ধারাবাহিকগুলোর মধ্যে সেরা স্থান দখলের জন্য জোর লড়াই চলতে থাকে। বাংলা ধারাবাহিকগুলির মধ্যে কোন ধারাবাহিক এগিয়ে এবং পিছিয়ে তা জানবার জন্য সাধারণত বাংলার দর্শকেরা মুখিয়ে থাকেন। সপ্তাহের শেষে নিজেদের পছন্দের মেগা ধারাবাহিকগুলি কোন পজিশনে আছে তা জানার জন্য স্বাভাবিক ভাবেই দর্শকদের মনে থাকে অপার কৌতূহল। তবে বেশ কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহ সমস্ত ধারাবাহিককে পিছনে ফেলে এগিয়ে আছে ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকটি। টিআরপিতে ৮.৪ নম্বর পেয়ে সবার আগে রয়েছে এই ধারাবাহিকটি।
বরাবরই সিংহরায় পরিবারে ঋদ্ধিমান এবং খড়ির সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে উত্তেজনা। তবে যখন থেকে এই দম্পতির মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে দর্শকরা ধারাবাহিকটি দেখার জন্য আরও আকর্ষিত বোধ করছেন। সিংহরায় পরিবারের জমজমাট কাহিনী জানতে এখন দর্শকেরা এই ধারাবাহিকের কাহিনীতে বুঁদ হয়ে রয়েছেন। অপরদিকে নিজের পুরনো পজিশন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে মোদক পরিবার। ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিকেও আসছে নতুন গল্পের মোড়। রিকি দা রকস্টার আসলে সিদ্ধার্থ সেকথা জানার পর দর্শকেরা মিঠাই ধারাবাহিকটি দেখতে আরো বেশি করে আগ্রহ বোধ করছেন। ইতিমধ্যে টিআরপি তালিকায় ৮.২ নম্বর পেয়ে ধুলোকণা ধারাবাহিককে সরিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে মিঠাই।
অপরদিকে ৭.৯ নম্বর পেয়ে ধুলোকনা (Dhulokona) ধারাবাহিকটি তৃতীয় স্থানে রয়েছে। তবে গতবার সেরা দশে থাকলেও এইবার ১১ নম্বরে স্থান পেয়েছে নতুন ধারাবাহিক খেলনা বাড়ি। অপরদিকে ভূত রহস্য রোমাঞ্চ ভরা রাহুল এবং রুকমা অভিনীত ‘লালকুঠি’ ধীরে ধীরে নিজের জনপ্রিয়তা বাড়াচ্ছে। ইতিমধ্যেই লালকুঠি ধারাবাহিকটি ৫.২ নম্বর পেয়ে ১২ নম্বরে স্থান অর্জন করেছে। একনজরে সেরা দশ ধারাবাহিকের তালিকা দেখে নেওয়া যাক:
প্রথম-গাঁট ছড়া (৮.৪)
দ্বিতীয়-মিঠাই (৮.২)
তৃতীয়- ধুলোকণা (৭.৯)
চতুর্থ-গৌরী এলো (৭.৫)
পঞ্চম- আলতা ফড়িং (৭.৪)
ষষ্ঠ- মন ফাগুন এবং লক্ষীকান্ত কাকিমা সুপারস্টার (৬.৯)
সপ্তম- অনুরাগের ছোঁয়া (৬.২)
অষ্টম- আয় তবে সহচরী (৫.৮)
নবম- উমা (৫.৬)
দশম- এই পথ যদি না শেষ হয় (৫.৫)