ইন্টারনেটে রিলিজ হল আয়েশা কাপুরের সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুল করেও পরিবারের সামনে ক্লিক করবেন না

ধারাবাহিক এবং চলচ্চিত্রের বাইরে গিয়ে ওয়েব সিরিজ (Web Series) বর্তমান সময়ে জনগনের অন্যতম একটি বিনোদনের বিষয়বস্তু। আজকালকার যুবসম্প্রদায় সিনেমা এবং সিরিয়ালের বাইরে ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করছে। আর তারজন্যই ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন রকমের ওয়েবসিরিজগুলি রমরমিয়ে চলছে। তবে এর মধ্যে অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলি দেখতে মানুষ বেশি পছন্দ করেন। উল্লু, প্রাইম শট (Primeshot) ইত্যাদি বিভিন্ন ওটিটি প্লাটফর্মগুলিতে এই সমস্ত অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলি তুমুল পরিমাণে জনপ্রিয়তা পাচ্ছে।
তবে বেশিরভাগ এই সমস্ত অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলি পরিবারের সঙ্গে বসে দেখার উপযুক্ত নয়। অন্যদিকে নিত্যদিনই বিভিন্ন রকমের ওয়েবসিরিজ রিলিজ করছে বিভিন্ন এপিসোড এবং সিজন অনুসারে। সিরিজগুলি এতটাই উপভোগ্য হয় যে সাধারণ দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেন পরের এপিসোডগুলোর জন্য। বর্তমানে এমনই একটি ওয়েব সিরিজের ট্রেলার বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। প্রাইম শট ওটিটি প্লাটফর্ম থেকে রিলিজ হয়েছে ‘ব্ল্যাকমেল’ (Blackmail) নামক ওয়েব সিরিজটি। বলাবাহুল্য এটি একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজ।
গত ২০ জুন এই ওয়েব সিরিজটি রিলিজ করেছে। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে আয়েশা কাপুরকে (Ayesha Kapoor)। উল্লেখ্য এর আগেও বিভিন্ন ওয়েব সিরিজে তা্ঁকে অত্যন্ত সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। তবে ব্ল্যাকমেলে তাঁর অভিনয় সমস্ত বাঁধ ভেঙে দিয়েছে। একাধিক যৌনদৃশ্যে তাঁকে অভিনয় করতে দেখা গেছে অত্যন্ত সাহসিকতার সাথে। যা দেখে দর্শকদের ঘাম ছুটেছে।
প্রসঙ্গত Blackmail’s একটি স্বামী-স্ত্রীর কাহিনীকে অবলম্বন করে তৈরি হয়েছে। যেখানে দেখা যায় হঠাৎ করে একদিন স্ত্রীর ফোনে একটি এমএমএস আসে। যেখানে তাকে তার পুরোনো প্রেমিকের সাথে একাধিক অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। আর এই কাহিনী জানাজানি হলে তাদের বর্তমান সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। মূলত এই কাহিনী অবলম্বন করে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি।