
ওয়েব সিরিজগুলি (Web Series) দেখতে বর্তমানে নেটিজেনরা সিনেমা এবং ধারাবাহিকের থেকে বেশি পছন্দ করেন। তবে এই সমস্ত ওয়েব সিরিজ গুলির বেশিরভাগই প্রাপ্তবয়স্কদের জন্য। ওয়েব সিরিজের ঘটনাপ্রবাহ এবং দৃশ্যগুলি এমনই থাকে যা সবার সাথে বসে দেখবার উপযুক্ত নয়। বিশেষ করে ছোটদের সামনে এ সমস্ত দেখা উচিত নয়।আপনি যদি পারিবারিক সদস্যদের সাথে বসে এই সমস্ত ওয়েব সিরিজ গুলি দেখেন তাহলে আপনি অবশ্যই অস্বস্তিকর পরিস্থিতির এর মধ্যে পড়বেন। আজকালকার দিনে ওটিটি (OTT) প্লাটফর্মে যে সমস্ত ওয়েব সিরিজগুলি দেখা হয় সেগুলোর বেশিরভাগই বোল্ড ঘটনাকে কেন্দ্র করে হয়। সম্প্রতি এমনই একটি ওয়েব সিরিজ হলো ঝোল।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম এ ‘ঝোল’ (Jhol) ওয়েব সিরিজটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। এই ওয়েবসিরিজের হটনেস এবং সাহসিকতা ভরা দৃশ্যগুলি দেখে নেটিজেনরা রীতিমতো চমকে গেছেন। ঝোল ওয়েব সিরিজে আয়েশা কাপুর (Ayesha Kapoor) একটি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। সেখানে তাঁর অত্যন্ত খোলামেলা এবং সাহসী দৃশ্যে অভিনয়ে রীতিমত মুগ্ধ হয়েছেন দর্শকেরা। ইতিমধ্যেই প্রাইম শর্টে এই ওয়েবসিরিজটি মুক্তি পেয়েছে।
ঝোল ওয়েব সিরিজটির (Web Series) গল্প বেশ অন্যরকম। এখানে একটি দম্পতির কাহিনীকে তুলে ধরা হয়েছে। এখানে যে স্ত্রীর গল্প দেখানো হয়েছে তিনি আদতেও তাঁর স্বামীকে ভালবাসেন না। বরঞ্চ তাঁর পুরোনো প্রেমিকার সাথে তাঁর সম্পর্ক রয়েছে। এই ওয়েব সিরিজটিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা সাহসিকতার অন্য মাত্রায় পৌঁছে গেছে। এছাড়া মুখ্য চরিত্রে অভিনয়ে অভিনেত্রী আয়েশা কাপুরকে দেখার মত। তিনি যেভাবে বোল্ড সিন এ অভিনয় করেছেন তা রীতিমতো প্রশংসনীয়।
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ সালের মডেলিং দিয়ে অভিনেত্রী নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ঝোল এর আগেও তিনি আরোও অনেক সিরিজে বোল্ড চরিত্রে অভিনয় করেন। লাভ স্ট্রিট , অফিস সিল, ক্যান্ডেল, সিল টু ইত্যাদি ওয়েব সিরিজে অভিনেত্রী আয়েশা কে যথেষ্ট সাহসী চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। তবে ঝোল ওয়েব সিরিজে আয়েশার চরিত্র দর্শকদের নজর কেড়েছে।