
অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) বাংলা অভিনয় জগতের ভীষণ জনপ্রিয় একজন অভিনেত্রী। নিজের অভিনয়ের দক্ষতার জন্য দর্শকমহলে তিনি সুপরিচিত, একের পর এক সিনেমায় ও ওয়েব সিরিজে দারুণ দারুণ চরিত্র দর্শকদের তিনি উপহার দিয়েছেন। ইন্ডাস্ট্রির ব্যস্ত শিল্পীদের মধ্যে তিনি অন্যতম। দীর্ঘ সময় পরে এবার অপরাজিতা ফিরেছেন ছোটপর্দায়। মাঝেমধ্যে রান্নার শোয়ের সঞ্চালিকের ভূমিকায় তাঁকে দেখা গেলেও কোনো ধারাবাহিকে তিনি কাজ করেননি।
অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে জি বাংলার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর মুখ্য চরিত্রে অপরাজিতা অভিনয় করছেন। সম্প্রচারিত হওয়ার প্রথমদিক থেকেই এই ধারাবাহিক দর্শকমহলের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিক ছাড়াও বর্তমানে ‘বেলাশুরু’ সিনেমার জন্য অপরাজিতা আলোচনার মধ্যে রয়েছেন। এই সিনেমায় তিনি এক মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় সিনেমা ‘বেলাশেষে’-র এই সিক্যুয়েলকে ঘিরে দর্শকমহলে উন্মাদনার সৃষ্টি হয়েছে। আগামী ২০মে রাজ্য জুড়ে এই সিনেমা মুক্তিলাভ করতে চলেছে।
অভিনয় ছাড়াও নিজের প্রাণবন্ত স্বভাব ও মিষ্টি আচরণের জন্য অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) সকলের কাছেই খুব প্রিয় একজন অভিনেত্রী। পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় মাঝ বয়সী এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ৩ লাখ ১৩ হাজার মানুষ নিয়মিত ফলো করেন। সম্প্রতি তিনি নিজের অ্যাকাউন্টে এক অন্যরকম রিল ভিডিও পোস্ট করেছেন, এই ভিডিও খুব কম সময়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই রিল ভিডিওতে অপরাজিতাকে লাল বেনারসী ও সোনার গয়না পরে বিয়ের কনের সাজে প্রকাশ্য রাস্তায় দৌড়ে যেতে দেখা গিয়েছে। তারপরে ভিডিওর শেষের দিকে তিনি মাথার ওড়না টেনে ক্যামেরার দিকে ঘায়েল করা দৃষ্টিতে তাকান। কেন তিনি এইভাবে বিয়ের কনের সাজে সেজেছেন তা জানা না গেলেও অভিনেত্রীর এই রূপে নেটিজেনরা মুগ্ধ হয়েছেন। ইতিমধ্যেই ৩৯ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। কমেন্ট বক্সে অপরাজিতার অনুরাগীরা তাঁর সৌন্দর্য্যের প্রশংসা করার পাশাপাশি এইভাবে দৌড়ালে তিনি পড়ে যেতে পারেন সেই চিন্তাও প্রকাশ করেছেন