
অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং প্রীতি জিন্টা (Preity Zinta) অভিনীত ‘ঝুম বরাবর ঝুম’ (Jhoom Barabar Jhoom) সিনেমার ‘বোল না হালকে হালকে’ (Bol Na Halke Halke) গানে অসাধারণ নৃত্য পরিবেশন করে অনুরাগীদের মন জয় করে নিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।
সিনেমাটি তেমনভাবে সাফল্যের মুখ না দেখলেও মহালক্ষী আইয়ার (Mahalakshmi Iyer) এবং রাহাত ফতেহ আলী (Rahat Fateh Ali Khan) খানের গলায় গাওয়া গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আর সবার প্রিয় ‘লক্ষী কাকিমা’ এই গানে নাচ করে রীতিমতো দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন। ভালো অভিনেত্রীর পাশাপাশি তিনি যে একজন ডাকসাইটে সুন্দরী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভাইরাল হওয়া রিল ভিডিওটিতে তাঁর পরনে ছিল লাল শাড়ি এবং তার সাথে মানানসই মেকআপ এবং গয়না। খোলা চুলের সাথে এই পোশাকে তাঁকে পুরো বাঙালি বধূই লাগছিল। পার্কের মধ্যে নিজের মতো করে গানটিতে নাচ করছিলেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে সক্রিয় অভিনেত্রী। তাঁর ফ্যান ফলোয়িং সংখ্যা প্রচুর। প্রিয় অভিনেত্রীর এই মনোমুগ্ধকর নাচ ইতিমধ্যে দেখে ফেলেছেন প্রায় ১ মিলিয়নের উপরে মানুষ এবং লাইকের সংখ্যা ৭০ হাজারেরও বেশি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে তিনি সবার কাছে কতটা জনপ্রিয়।
View this post on Instagram
অভিনেত্রী হিসেবে অপরাজিতার জনপ্রিয়তা বর্তমানে ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দাতেও ছড়িয়ে পড়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি বেলাশুরুতে (Belashuru) অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। টেলিভিশনের পর্দাতেও তিনি সমানভাবে খ্যাত। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক লক্ষী কাকিমা সুপারস্টারে (Lokkhi Kakima Superstar) লিড রোলে অভিনয় করছেন।