
অনুষ্কা শর্মা (Anushka Sharma) ভারতবর্ষের বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন। তিনি ২০০৮ সালে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) বিপরীতে ‘রব নে বানা দি জোড়ি’ (Rab Ne Bana Di Jodi) সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। এরপরে তিনি ‘যশ রাজ ফিল্মস’ (Yash Raj Films) প্রযোজনা সংস্থার ‘ব্যান্ড বাজা বরাত’ (Band Baaja Baaraat-২০১০) ‘যব তক হ্যায় জান’ (Jab Tak Hai Jaan-২০১২) সিনেমাতে পরপর কাজ করেন। এই সময়েই অনুষ্কা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস’ (Filmfare Award for Best Supporting Actress) লাভ করেন।
অনুষ্কা শর্মার ঝুলিতে একাধিক উল্লেখযোগ্য ও বক্স অফিসে সাফল্যলাভকারী সিনেমা রয়েছে। যেমন-‘লেডিস ভার্সেস রিকি বহেল’ ( Ladies vs Ricky Bahl), ‘এন এইচ ১০’ (NH10-২০১৫), ‘দিল ধড়কনে দো’ (Dil Dhadakne Do-২০১৫), ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (Ae Dil Hai Mushkil-২০১৬), ‘সুই ধাগা’ (Sui Dhaaga-২০১৮), ‘সুলতান’ (Sultan-২০১৬), ‘পিকে’ (PK-২০১৪) প্রভৃতি। অভিনয় জীবন ছাড়া নিজের ব্যক্তিগত জীবনের কারণেও অনুষ্কা খবরের শিরোনামে প্রায়শই অবস্থান করেন। বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর ২০১৭ সালে তিনি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন। এই তারকা জুটির জনপ্রিয়তা এখনও আকাশছোঁয়া হয়ে রয়েছে।
হামেশাই তারকা জুটিকে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হতে দেখা যায় আর তাঁদের সেইসব ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে থাকে। তবে সম্প্রতি অনুষ্কা শর্মার কিছু ছবিতে তাঁকে ওয়ার্ডোব ম্যালফাংশনের শিকার হতে হয়েছে। ২০১৯ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি সবুজ শাড়ি ও ম্যাচিং স্লিভলেস ব্লাউজ পরে সুন্দর করে সেজে উপস্থিত হয়েছিলেন। সেইসময়ে তাঁর এমন এক ছবি ভাইরাল হয় যেখানে ডিপ নেক ব্লাউজের কারণে তাঁকে বেশ দৃষ্টিকটু দেখাচ্ছিল। নেটদুনিয়ায় খুব অল্প সময়ের মধ্যেই অনুষ্কার ‘ওপস্’ মূহূর্তের ছবি ভাইরাল হয়ে নিন্দার ঝড় ওঠে। তবে পরবর্তী সময়ে নেটিজেনদের একাংশ দাবি করেন যে অনুষ্কা শর্মার (Anushka Sharma) এই ছবি ভুয়ো, বাস্তবে অভিনেত্রী এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হননি।