সাহসিকতার সমস্ত সীমা অতিক্রম করেছেন অনুষ্কা শর্মা, স্বল্প পোশাকে তুমুল ভাইরাল অভিনেত্রীর ছবি

বর্তমানে মালদ্বীপে সপরিবারে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ারও করেছেন বিরাট-পত্নী। অনুরাগীদের সাথে সাথে সেলিব্রিটিরাও প্রশংসা করেছেন তাঁর লুকের।
সম্প্রতি স্বামী বিরাট কোহলি (Virat Kohli) এবং কন্যা ভামিকার (Vamika Kohli) সাথে মালদ্বীপের সমুদ্র সৌকতের সৌন্দর্য উপভোগ করছেন অনুষ্কা। শেয়ার করা ছবিগুলিতে তাঁর পরনে ছিল কালো রঙের ওয়ান শোল্ডার সুইমস্যুট। এই স্যুটের একটি দিকে লাগানো রয়েছে কালো রঙের একটি বো যা ড্রেসটির সৌন্দর্য কয়েকগুন বাড়িয়ে তুলেছে। সূর্যের তাপ থেকে বাঁচতে অনুষ্কার মাথায় ছিল কালো রঙের পাইপিং দেওয়া জুটের টুপি এবং রোদচশমা। কানে রয়েছে ড্রেসের সাথে মানানসই সোনালী রঙের ইয়াররিং। কোন কোন ছবিতে তাঁকে মালদ্বীপের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেখা গিয়েছে আবার কিছু ছবিতে ক্যামেরার দিকে মুখ ফিরিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। রোদের কারণেই তিনি লজ্জায় মাথা নামিয়ে নিয়েছেন বলে মজার ক্যাপশন দিয়েছেন ছবিতে।
কন্যার জন্মের পরে সেইভাবে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে দেখা যায়নি। স্বামী বিরাট অবশ্য বেশ কয়েকবার তাঁদের ছবি শেয়ার করেছেন। অনুষ্কার এই ছবিতে লাইক করেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি (Aditi Rao Haidari) থেকে শুরু করে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট সন্ধ্যা শেখর (Sandhya Shekhar) এবং সেলিব্রিটি শেফ এফা শ্রফ (Eefa Shrof) । সন্ধ্যা অনুষ্কার ট্যান লুকের প্রশংসা করেছেন। অন্যদিকে এফা এই এতো রোদের মধ্যেও নিজের সৌন্দর্য ধরে রাখার জন্য অনুষ্কাকে বাহবা জানিয়েছেন। সপরিবারে ছুটি কাটলেও কন্যার ছবি এখনো শেয়ার করেননি অনুষ্কা। ভামিকাকে সেইভাবে ক্যামেরার সামনে অনেননা কোহলি দম্পতি। তবে ছোট্ট ভামিকার ছুটি কাটানোর ছবি দেখতে উৎসাহী অনেকেই।