কালো পোশাকে উন্মুক্ত বক্ষ বিভাজিকা, নির্লজ্জের সমস্ত সীমা অতিক্রম করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা

বলিউড পরিচালক করণ জোহরের (Karan Johar) জন্মদিনে হট পার্টি লুকে ধরা দিলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। অনেকদিন পরে অভিনেত্রীকে এইভাবে দেখে অনুরাগী থেকে শুরু করে বলিউডের অনেকেই বেশ প্রশংসা করেছেন।
গত পরশু ছিল পরিচালক করণের ৫০ তম জন্মদিন। আর এই জন্মদিনের পার্টি উপলক্ষ্যেই বসেছিল তারকাদের চাঁদের হাট। মেয়ের জন্মের পরে সেইভাবে কোনো পার্টিতে দেখতে পাওয়া যায়নি বিরাট পত্নীকে। স্বামী বিরাটের (Anushka Sharma) সাথে ট্যুরে কিংবা বাড়িতে কন্যা ভামিকার (Vamika) সাথেই বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় তাঁকে ।
কিন্তু করণ জোহরের অনুরোধে উপস্থিত হয়েছিলেন পার্টিতে। কালো রঙের ককটেল ড্রেসে অনুষ্কাকে মোহময়ীর লাগছিল। ড্রেসটির নেকলাইন ছিল অনেকটা কাঁটা আর কোমরের ছোঁয়া স্লিটের ফাঁক দিয়েও দৃশ্যমান ছিল। সব মিলিয়ে এই ড্রেসে পার্টির মধ্যমনি হয়ে উঠেছিলেন অনুষ্কা। বলিউড অভিনেতা অভিনেত্রীদের প্রায় অনেকেই প্রশংসা করেছেন বিরাট ঘরণীর এই লাস্যময়ী অবতারের। স্ত্রীয়ের এই রূপে ক্লিন বোল্ড স্বয়ং বিরাটও। অনুষ্কা নিজের ইন্সটা হ্যান্ডেলে পার্টি ওয়ারের এই ছবি পোস্ট করার পরেই বিরাট ‘ওয়াও’ রিঅ্যাকশনের সাথে জুড়ে দেন একগুচ্ছ লাল প্রেমের ইমোজি।
View this post on Instagram
আইপিলে এইবারে বেশ ভালো অবস্থায় বিরাটের টিম। কাপ জয় থেকে মাত্র একধাপ দূরে তাঁরা । তার উপরে স্ত্রীয়ের এতো সুন্দর ছবি দেখে বিরাটের মন যে খুশ হয়ে যাবে সেটা বলাই বাহুল্য। ইন্সটা স্টোরিতে বিরাটের ম্যাচের অনেক ছবি পোস্ট করে তাতে লাল হৃদয়ের ইমোজি দিয়ে নিজের মনের ভাব প্রকাশ করতে পিছপা হলেন না বিরাট ঘরণীও। কন্যার জন্মের পরেও তাঁদের প্রেমে যে কোনো দূরত্ব আসেনি দুজনের ইন্সটা হ্যান্ডেলের ইমোজিগুলো সেই কথাই যেন লাল অক্ষরে বারবার জানান দিচ্ছে।