
‘গাঁটছড়া’ (Gantchhora) ধারাবাহিকের সেটে ঘটেছে সাংঘাতিক ঘটনা! একের পর এক অভিনেতাদের ফোন শ্যুটিং সেট থেকে উধাও হয়ে যাচ্ছে! প্রথম দিনে গায়েব হয় ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘ঋদ্ধিমান’-এর অভিনেতা গৌরব চক্রবর্তীর (Gourab Chakraborty) মোবাইল ফোন। আর তার ঠিক পরের দিনেই ঋদ্ধিমানের ভাই ‘রাহুল’-এর চরিত্রের অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) ফোন হারিয়ে গিয়েছে। শ্যুটিং সেটে যখন সকলেই ফোন খুঁজতে ব্যস্ত তখন দেখা গেল অদ্ভুত এক দৃশ্য।
‘গাঁটছড়া’ ধারাবাহিকে রাহুলের স্ত্রী ‘খড়ি’-র ভূমিকায় অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য্য (Shremaa Bhattacharjee)। ফোন চুরির জন্য অনিন্দ্য সরাসরি শ্রীমার দিকে আঙুল তুলেছেন। শ্রীমার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে শ্রীমাকে উদ্দেশ্য করে অনিন্দ্যকে বলতে শোনা গিয়েছে,”ফোন চুরির জন্য লালবাজারে কমপ্লেন করবো, ফোন চোর তুইই, আমি কলকাতা পুলিশকে ট্যাগ করবো। কালকে গৌরবের ফোন চুরি করেছিস, আজকে আমার ফোন চুরি করেছিস। ফোনটা দিয়ে দে, ভালো কথা বলছি।” যদিও শ্রীমা এই অভিযোগ অস্বীকার করেন এবং ভিডিওতে বলেন,”আমার কাছে নেই, আমার কাছে এটা আমার ফোন। আমি আমার ফোনে রেকর্ডিং করছি।”
এরপরে হারানো ফোন ফেরত পাওয়ার আশায় অনিন্দ্য বলেন তিনি শট অর্থাৎ অভিনয় ওয়ান টেকেই ‘ওকে’ করে দেবেন। তবে এরপরেও দ্যুতির কাছ থেকে ফোন উদ্ধার করা সম্ভব হয়নি। বলাই বাহুল্য পর্দার স্বামী-স্ত্রীয়ের মধ্যের এই কথোপকথন পুরোটাই মজার ছলে হয়েছে, শ্রীমা নিজেই ভিডিওর ক্যাপশনে ‘বিনোদনের স্বার্থে’ লিখে দিয়েছেন। অভিনেত্রীর পোস্ট করা এই ভিডিও ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি মানুষ দেখে নিয়েছেন, নেটিজেনরা মজাদার এই ভিডিও দেখে রীতিমতো হেসে গড়িয়ে পড়েছেন। কমেন্ট বক্সে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করে নিজেদের ভালোলাগা প্রকাশ করেছেন।