
বর্তমানে ভোজপুরি (Bhojpuri) গান বলিউডের হিন্দি গানের পাশাপাশি জনসাধারণকে ব্যাপক ভাবে আকৃষ্ট করেছে। বলিউডকে টেক্কা দিতে ভোজপুরি ইন্ডাস্ট্রি এখন নিজেকে আরও আপডেট করেছে। সোশ্যাল মিডিয়াতে আজকাল ভোজপুরি সিনেমার গান ভালোই ভাইরাল হয়। আবার অপরদিকে বিয়ে এবং বিভিন্ন অনুষ্ঠানে ভোজপুরি গান বাজতে শোনা যায়। অপরদিকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে নিরাহুয়া (Nirahua) এবং অভিনেত্রী আম্রপালির (Amrapali Dubey) জুটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই দুই অভিনেতা অভিনেত্রী যে ভোজপুরি সিনেমাতে অভিনয় করবেন তা সুপারহিট হবেই হবে।
বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে ভোজপুরি নায়ক নিরাহুয়ার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। ইতিমধ্যে নিরাহুয়া এবং আম্রপালি অনেক হিট গান উপহার দিয়েছেন নেটিজেনদের। সম্প্রতি এই জুটির আবার ও একটি গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখানে দেখা যাচ্ছে নিরাহুয়া এবং আম্রপালি স্বমহিমায় রোমান্টিক স্টাইলে নাচছেন। ভোজপুরি সিনেমা মূলত ইউটিউবের দৌলতে বেশি পরিমাণে জনপ্রিয়তা পায়। এককথায় বলতে গেলে ভোজপুরি ইন্ডাস্ট্রি ইউটিউব এর হাত ধরেই এগিয়ে চলছে। ভোজপুরি যে কোন গান ইউটিউবে অ্যাভেলেবল থাকে। সে কোন পুরনো গান হোক অথবা নতুন। ইউটিউব পেজের ভোজপুরি এইচডি ফিল্ম শেয়ার করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রচুর পরিমাণে লাইক পেয়েছে। ইতিমধ্যে এই ভিডিওটি ১ কোটি ৮৮ লাখ মানুষ দেখে ফেলেছেন।
বরাবরই এই জুটির কোন ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তাতে নেটিজেনরা প্রশংসায় ভরা কমেন্ট করেন। আপাতত নেটিজেনদের মনে ঝড় উঠেছে। তবে এক্ষেত্রেও অন্যথা হয়নি। ইতিমধ্যে ভিডিওর কমেন্ট বক্স প্রশংসায় ভরে উঠেছে। অনেকেই লিখেছেন ‘ভোলান্ট সং’ অথবা ‘ব্যাপারটা কি’ এই ধরনের মন্তব্য। তবে ভিডিওটিতে আম্রপালি এবং নিরাহুয়ার জম্পেশ রোমান্স দেখা গেছে।এমনিতেই অভিনেত্রী আম্রপালি তাঁর লাস্যে ঘায়েল করেছেন হাজার হাজার পুরুষ হৃদয়। প্রসঙ্গত উল্লেখ্য ভাইরাল (Viral) হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে নায়ক নিরাহুয়ার পরনে লাল কোট এবং অভিনেত্রী আম্রপালির পরনে নীল সুট রয়েছে। দুজনকে অত্যন্ত সুন্দর লাগছিল। তবে বরাবরের মতো এবারও স্বমহিমায় এই দুজন কার কেমিস্ট্রিতে আপাতত মজেছেন নেটিজেনরা। সম্প্রতি ‘দুনিয়া যায় ভাদ মে’ গানে সমস্ত রেকর্ড ভাঙতে হাজির হচ্ছে নিরাহুয়া এবং আম্রপালি।