
ভোজপুরি সিনেমা জগতে সিনেমা হিট করার জন্য তাঁর নামই যথেষ্ট, তিনি হলেন ভোজপুরি সুপারস্টার অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) অর্থাৎ নিরাহুয়া। ভোজপুরি সিনেমায় তিনি এক জনপ্রিয় তারকা। ইউটিউবে তাঁর সিনেমা আসা মাত্রই তা সুপার ভাইরাল হয়। তবে তাঁর নতুন গানের পাশাপাশি যেকোনো পুরনো গান এবং সিনেমাও সমানভাবে জনপ্রিয়। ভোজপুরি সিনেমার জগতে সিনেমা মানেই সুপারহিট। ইতিমধ্যে তিনি যে সমস্ত ছবিতে অভিনয় করেছেন তার সবকটি জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মধ্যে। বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় ইত্যাদি রাজ্যে অভিনেতার জনপ্রিয়তা গগনচুম্বী।
অবশ্য ভোজপুরি সিনেমার অভিনেতা দীনেশের সাথে অভিনেত্রী আম্রপালি দুবের (Amrapali Dubey) কেমিস্ট্রি ঠিক যেন কেকের উপর চেরির মতো। এই জুটি কে ভোজপুরি সিনেমার পর্দায় দেখা গেলে সেই সিনেমা ব্লকবাস্টার হয়। মার্কেটে এখনো পর্যন্ত এই জুটির কোন ফ্লপ সিনেমা নেই।ভোজপুরি সিনেমায় একাধিক অভিনেতা এবং অভিনেত্রী জুটি বেঁধে কাজ করেছেন , কিন্তু দর্শকদের কথা মতো এখনো পর্যন্ত এই জুটির মতো জনপ্রিয় জুটি ভোজপুরি সিনেমায় দেখা যায়নি। সিনেমা হল থেকে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার পর্দায় যেকোনো জায়গায় এই জুটির জনপ্রিয়তা চরম। এই জুটির অভিনয় দক্ষতা অসামান্য। সম্প্রতি ইউটিউবে এই জুটির একটি পুরনো সিনেমার গান সুপার ভাইরাল হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই গানটি তুমুলভাবে জনপ্রিয় হয়েছে।
নিরাহুয়া অভিনীত এই পুরোনো গানটিতে অভিনেত্রী আম্রপালির সাথে ভোজপুরি সিনেমার আরো একজন বিখ্যাত অভিনেত্রী মোনালিসাকে দেখা গেছে। ভাইরাল হওয়া গানটিতে অভিনেতা নিরাহুয়াকে (Nirahua) রোমান্স করতে দেখা যাচ্ছে এই দুই সুন্দরী অভিনেত্রীর সাথে। এই তিন অভিনেতা-অভিনেত্রীর হট রোমান্স ইতিমধ্যেই নেটিজেনদের মনে তুমুল ঝড় তুলেছে। আম্রপালি এবং মোনালিসার হট গ্ল্যামারে ইতিমধ্যে নেটদুনিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য এই ভাইরাল হওয়া গানটি হল নিরাহুয়া অভিনীত সুপারহিট সিনেমা ‘রাজা বাবু’র। ইতিমধ্যে লক্ষাধিক মানুষ এই গানটি কে লাইক করে ফেলেছেন।