
বলিউড সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন উল্লেখযোগ্য অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। তিনি তাঁর দীর্ঘ কেরিয়ার লাইফে অনেক সিনেমাতে অভিনয় করলেও বর্তমানে বড় পর্দা থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে নিয়েছেন। একটা সময় তাঁর সৌন্দর্যের উত্তর হয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। পরবর্তীকালে সানি দেওলের ‘গাদর’ ছবিতে সাকিনার ভূমিকায় অভিনয় করে তিনি সাড়া ফেলেছিলেন সিনেমা প্রেমীদের মধ্যে। বর্তমানে তিনি সিনেমা জগতে আর কাজ না করলেও লাইমলাইটে সবসময় থাকছেন। তবে লাইমলাইটে থাকার জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তাঁকে খোলামেলা এবং বোল্ড অবতারে দেখা যায়। নিত্যদিনই বিভিন্ন রকম খোলামেলা পোশাকের ছবি শেয়ার করেন। আর সেই সমস্ত ছবির বেশিরভাগেই থাকে তাঁর উন্মুক্ত বক্ষবিভাজিকা, যা দর্শকদের আকৃষ্ট করে।
View this post on Instagram
সম্প্রতি অভিনেত্রীকে ইনস্টাগ্রাম পেজ থেকে একটি পোস্ট শেয়ার করতে দেখা যায়। ভিডিওটিতে অভিনেত্রীকে যথেষ্ট মোহময়ী লাগছিল। অভিনেত্রীr পরনে ছিল কালো রঙের লেস দেওয়া সাদাকালো প্রিন্টেড একটি ব্রা। খোলা চুল এবং চোখে রোদচশমায় অভিনেত্রীর বোল্ডনেস চরম মাত্রায় ফুটে উঠেছে। ভিডিওটিতে অভিনেত্রীকে এক হাতে ফোন ধরে অন্য হাতে তাঁর চুল বারবার ঠিক করতে দেখা গেছে। প্রসঙ্গত তিনি ভিডিওকলে তাঁর ভক্তদের সাথে কথা বলছিলেন। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই পোস্ট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন ‘প্রায় চার সপ্তাহ টানা ভ্রমণ এবং আমার প্রিয় শহর দিল্লি ছাড়ার আগে আমার ভক্তদের সাথে কিছু ভিডিওকল। হ্যাঁ আমি ঘরে বিশ্রাম নিচ্ছি’।
View this post on Instagram
আপাতত সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট বহুল পরিমাণে ভাইরাল (Viral) হয়েছে। ইতিমধ্যে অনেকেই অভিনেত্রীর খোলামেলা পোশাকের জন্য তাঁকে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। তবে এই প্রথমবার নয় ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায় মাঝেমধ্যে তিনি অত্যন্ত সাহসিকতার সাথে পোশাক-আশাক পরে ছবি পোস্ট করেন। কিছুদিন আগেই অভিনেত্রী একটি বাদামী রঙের ব্রা পরেছিলেন। সেখানে অভিনেত্রী আমিশা প্যাটেল ক্যাপশনে লিখেছিলেন ‘গ্রীষ্মের সময়,সাঁতারের সময়’। এছাড়াও কিছুদিন আগে গোয়া থেকে তিনি একটি গোলাপি রঙের অ্যানিমাল প্রিন্টেড বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন।
View this post on Instagram
‘কহনা পেয়ার হে’ তাঁর কেরিয়ারের সবথেকে বড় হিট ছবি ছিল। পরবর্তীকালে ‘গদর’ , ‘হাম রাজ’ , ‘রেস ২’, ‘ভুলভুলাইয়া’ , ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ইত্যাদি সিনেমাতে অভিনয় করেছেন। তবে বর্তমানে তাঁর অভিনয়ের থেকে তাঁর শরীর প্রদর্শন করাটাই যেন বেশি মাত্রায় হয়ে দাঁড়াচ্ছে। আর তাই জন্যই ৪৫ বছরের এই অভিনেত্রীকে মাঝেমধ্যেই কটাক্ষের শিকার হতে হয় সোশ্যাল মিডিয়াতে।অনেকেই বলেন সুডৌল স্তনযুগল দেখানো কি তাঁর অভ্যাসে দাঁড়াচ্ছে! শোনা যাচ্ছে খুব শীঘ্রই ‘গদর টু’ ছবিতে তিনি আবার সানি দেওলের সাথে অভিনয় করতে চলেছেন।