ইন্টারনেটে ভাইরাল ঐশ্বর্য রাই বচ্চনের এই ছবি, দেখা মাত্রই হুঁশ উড়ল নেটিজেনদের

বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন (Aishwrya Rai Bachchan) সারা ভারতবর্ষে অজস্র দর্শকদের হৃদয়ের রানী হয়ে রয়েছেন। তাঁর সৌন্দর্যের পূজারী নয় এমন খুব কম জনই আছেন। ৯০দশকের এই ‘নীল নয়না’ সুন্দরী অভিনেত্রী এখনো পর্যন্ত বলিউডকে (Bollywood) বহু হিট ছবি উপহার দিয়েছেন। বর্তমানে বড়পর্দা থেকে বেশ কিছু বছর হলো দূরে সরে রয়েছেন বচ্চন পরিবারের এই পুত্রবধূ। তবে বলিউডে সিনেমাতে সেভাবে কাজ না করলেও ইন্ডাস্ট্রিতে তাঁর দাপট এখনো পর্যন্ত অটুট রয়েছে। তাঁর নামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বিশ্বসুন্দরীর তকমা। অভিনেত্রীকে পর্দায় এক ঝলক দেখার জন্য আকুল হয়ে ওঠেন অজস্র ভারতীয় দর্শকেরা। বর্তমানে তাঁর খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে।
সম্প্রতি বলিউডের এই হাইভোল্টেজ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খবরের শিরোনামে রয়েছেন। এমনিতেও ঐশ্বর্য রাইকে নিয়ে সব সময় কিছু না কিছু খবর হতেই থাকে। কিছুদিন হলো সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পুরোনো ছবি বহুল পরিমাণে ভাইরাল রয়েছে। বলাবাহুল্য এটি তাঁর অত্যন্ত অল্প বয়সের একটি ছবি। ছবিটি দেখে সহজেই অনুমান করা যায় অভিনেত্রীর পাসপোর্টে লাগানো ছবি এটি। যেখানে তাঁকে বর্তমান চেহারা থেকে একদমই অন্যরকম দেখতে লাগছে। তবে নিঃসন্দেহে তাঁকে যে অপরূপ সুন্দরী লাগছে সে কথা আর নতুন করে বলার নেই। এই ভাইরাল হওয়া ছবি দেখে রীতিমত মুগ্ধ হয়েছেন তাঁর অগণিত ভক্তরা।
বর্তমানে বলিউডের ছবিতে তাঁকে সেভাবে দেখা না গেলেও ইন্ডাস্ট্রির লাইমলাইট কিভাবে সাথে নিয়ে চলতে হয় তা খুব ভালোভাবেই জানেন অভিনেত্রী। বিভিন্ন রকমের প্রোগ্রাম, ইভেন্টে সুসজ্জিত পোশাকে তাঁকে দেখা যায়। বচ্চন পরিবারের এই পুত্রবধূ স্বাভাবিকভাবেই অসম্ভব ব্যক্তিত্বশালী একজন মহিলা। যে কোন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি প্রমাণ করে। অভিষেক বচ্চনের বিবাহের পর তাঁর কোল জুড়ে এসেছে মেয়ে আরাধ্যা। তাঁর মেয়ে জন্মানোর পর থেকেই তিনি একটু একটু করে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তাঁর জীবনের এখন মূল প্রায়োরিটি মেয়েকে ঠিকভাবে মানুষ করা।