
সম্প্রতি পাপারাৎজিতদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) হট লুকের ছবি। অনুরাগীরা ছবিটি দেখে তাঁর সাজের বেশ প্রশংসা করেছেন।
‘ফিল্মি জ্ঞান’ (F I L M Y G Y A N ) নামে ইন্সটা পেজ থেকে ভাইরাল হওয়া ছবিতে শিল্পাকে একটি লাল শাড়ি এবং তার সাথে ম্যাচিং করে স্লিভলেস ব্লাউজে দেখা গিয়েছে। একটু অন্যরকমভাবে শাড়িটি পরেছিলেন তিনি। শাড়ির সাথে ম্যাচিং গয়না এবং খোলা চুলে শিল্পাকে এককথায় অপূর্ব লেগেছে। ক্যামেরা দেখেই তাঁকে অবশ্য নিজের ব্যাকলেস ব্লাউজ ঠিক করতে দেখা গিয়েছে। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেকে প্রশংসা করলেও বেশ কিছুজন কটাক্ষ করেছেন তাঁর নো মেকাপ লুকের । অনেকে ক্যামেরার সামনে পোশাক ঠিক করাকে নিয়ে সমালোচনাও করেছেন। ৯০এর দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শিল্পা। ক্যারিয়ারে শুরুতে মডেলিং জগতে ছিলেন। তারপরে তাঁকে বেশ কিছু সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল। বর্তমানে তেমনভাবে সিনেমা না করলেও ছোট পর্দায় বেশ কিছু নাচের রিয়েলিটি শো-তে বিচারকের আসনে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে।
View this post on Instagram
অভিনয় জীবনে তেমন সাফল্য না পেলেও তাঁর ফিগার এবং নাচের জন্য আজও সমানভাবে খ্যাতি রয়েছে তাঁর। ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra ) এবং ছেলে বিহানকে (Viaan) নিয়ে বর্তমানে ঘোর সংসারী তিনি। ফিটনেস ফ্রিক এই নায়িকা যোগা এবং শরীরচর্চা করেন নিয়মিত। এমনকি যোগার উপরে তাঁর ভিডিও অনেক মানুষের কাছেই যোগশিক্ষার নতুন দিক খুলে দিয়েছে। ৪৬ বছর বয়সে এসেও তাঁর ফিটনেস বর্তমান প্রজন্মের যে কোনো নায়িকার কাছেই ঈর্ষনীয়।