‘পুরো যৌনকর্মী লাগছে’, নেটিজেনদের অশ্লীল মন্তব্যের যোগ্য জবাব দিলেন অভিনেত্রী মিশমি দাস

সোশ্যাল মিডিয়া (Social Media) এমন একটি মাধ্যম যেখানে ইতিবাচক জিনিসের সাথে প্রকাশ ঘটে নেতিবাচক জিনিসেরও। তাই সোশ্যাল মিডিয়া একদিকে যেমন শিক্ষনীয়, অপরদিক এখানে চলতে থাকে পিএন পি সি অর্থাৎ পরনিন্দা পরচর্চা। আর এই পরনিন্দা পরচর্চার মূল কেন্দ্র হল সেলিব্রিটিরা। আমরা সাধারণ মানুষ এই সমস্ত সেলিব্রেটিদের চালচলন, পোশাক-আশাক নিয়ে মাঝে মাঝেই কটাক্ষ করে থাকি। বর্তমানে এমনই এক অভিনেত্রী নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন। সোশ্যাল মিডিয়াতে কোন অভিনেত্রীকে খোলামেলা পোশাক পরতে দেখলে সহ্য করে উঠতে পারেন না অনেকেই। আর তখনই অভিনেতা অভিনেত্রীরা নেটিজেনদের কটাক্ষের শিকার হন। সম্প্রতি টেলি অভিনেত্রী মিশমী দাসকে (Mishmee Das) বেশ কয়েকজন কুমন্তব্য করেছেন। আর তার ফলে বেজায় চটেছেন অভিনেত্রী।
সম্প্রতি দীর্ঘ বিরতির পর ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পুনরায় ছোট পর্দায় ফিরে এসেছেন অভিনেত্রী। খলনায়িকার এই চরিত্রটি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। ইতিমধ্যে এর জন্য প্রশংসিত হচ্ছেন বিভিন্ন জায়গায়। তবে এরই মাঝে তিনি অনেকের চক্ষুশূল হয়ে উঠেছেন। বাস্তব জীবনে অভিনেত্রী মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে ছবি শেয়ার করেন। সম্প্রতি অভিনেত্রী এমনই কিছু ওয়েস্টার্ন পোশাকে খোলামেলা ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হয়েছেন নেটিজেনদের কাছে।
তবে অভিনয়ের বাইরে ব্যক্তিগত এই আক্রমণে ভীষণ বিরক্ত বোধ করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই সেই সমস্ত মন্তব্যের স্ক্রিনশট তুলে তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। স্ক্রিনশটে দেখা যাচ্ছে রিনিতা চৌধুরী নামক এক মহিলা লেখেন ‘অনস্ক্রিনের স্বভাব অফস্ক্রিনেও গেল না’। এর উত্তরে অর্চিতা আটা নামক একজন লেখেন ‘সেই তো, পোশাক দেখ একদম রেডলাইট এলাকা মেয়েদের মত লাগছে’। তবু এই সমস্ত দেখে রীতিমতো রাগে ফেটে পড়েছেন অভিনেত্রী। উত্তরে লেখেন ‘হ্যাঁ আমি পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করি। এই চরিত্রটা যে অসহ্যকর তা আমিও জানি। চরিত্রকে যথাযথভাবে ফুটিয়ে তোলাই আমার কাজ। চিত্রনাট্য অনুযায়ী আমায় সাজপোশাক মেকআপ করতে হয়। সেটা সবার ভালো নাও লাগতে পারে। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে আপনারা আপনাদের শিক্ষা এবং লালন-পালনের পরিচয় দিচ্ছেন। বাস্তব এবং অভিনয়টা বুঝতে শিখুন। স্মার্টফোন হাতে থাকলেই যা ইচ্ছা তাই লেখা যায় না। আমরা পর্দায় অভিনয় করি কিন্তু আমরাও মানুষ’।