শ্যুটিং থেকে ফিরেই হিট স্ট্রোক, হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে গোটা দক্ষিণবঙ্গ, আর তারই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন বাংলার অভিনেত্রী দোলন রায় (Dolon Roy)। কলকাতার বুকে দিন দিন যেভাবে গরম বাড়ছে তাতে নিজেকে হাইড্রেটেড রাখার জন্য জল এবং বিভিন্ন রকম স্বাস্থ্যকর পানীয় বারবার গ্রহণ করতে বলছেন ডাক্তাররা। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা করা যাচ্ছে না। দিন কয়েক আগেই ভর্তি স্টেডিয়ামে অনুষ্ঠান করতে এসে অত্যন্ত গরমে হঠাৎই খুব অসুস্থ হয়ে বিখ্যাত গায়ক কেকে (KK) অকাল মৃত্যুর কোলে ঢলে পড়েন। কেকের এই আকস্মিক মৃত্যু গোটা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অত্যধিক গরমে প্রতিকূল পরিস্থিতিতে কী ভয়াবহ বিপর্যয় হতে পারে মানুষের জীবনে। এমন পরিস্থিতিতে এয়ারকন্ডিশন একমাত্র ভরসা। সম্প্রতি এই গরমে আবারও আউটডোর শুটিং করতে গিয়ে হঠাৎ করেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী দোলন রায়। তড়িঘড়ি করে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিছুদিন ধরেই অভিনেত্রী ‘টুম্পা অটোওয়ালী’ ধারাবাহিকে অভিনয় করছেন। সিরিয়ালটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। রবীন্দ্র সরোবর থেকে তারাতলা রুটের মহিলা অটোচালক তন্দ্রা সাধুঁখার (Tandra Sadhukhan) জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক। আর এই বৃহস্পতিবার এই ধারাবাহিকের আউটডোর শুটিং চলছিল। বেশ কিছু দৃশ্যের জন্য বাধ্যতামূলক ভাবে আউটডোর শুটিং করতে হয়েছিল। আর সেখানেই ছিলেন অভিনেত্রী দোলন রায়। কিন্তু এই দিন শুটিং চলাকালীন হঠাৎ করে অসুস্থ বোধ করেন তিনি। পরবর্তীকালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা হিট স্ট্রোকে (Heat Stroke) আক্রান্ত হয়েছেন এ কথা জানান। তবে এই দিন হাসপাতালের বেডে শুয়ে তিনি নিজের অসুস্থ অবস্থার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
এদিন অভিনেত্রীর (Television Actress) ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে হাতে স্যালাইন এর চ্যানেল নিয়ে শুয়ে রয়েছেন তিনি। আপাতভাবে কিছুটা হলেও তাঁর অবস্থা স্থিতিশীল। তবে ছবি দেখে সহজেই অনুমান করা যাচ্ছে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান শুটিং চলার সময় তিনি হঠাৎ করে অসুস্থ বোধ করেন। আপাতত অভিনেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য তাঁর অজস্র অনুগামীরা ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।