
টলিউড ও বলিউড বিনোদন জগতের এক অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী (Tridha Choudhury)। ২০১৩ সালে ২০ বছর বয়সে টলিউড পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji) পরিচালিত ‘কাকাবাবু’ সিরিজের ‘মিশর রহস্য’ সিনেমার মাধ্যমে তিনি অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। নিজের অভিনয় দক্ষতা ও সৌন্দর্য্যের মাধ্যমে দর্শকদের মনে তিনি খুব কম সময়েই নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। এরপরে ত্রিধা আর পেছনে ফিরে তাকাননি। বাংলা, তেলেগু ও হিন্দি ইন্ড্রাস্টির ফিল্ম ও ওয়েব সিরিজে তিনি একটানা কাজ করেছেন।
তাঁর ঝুলিতে ‘যদি লাভ না দিলে প্রাণে’ (২০১৪), ‘খাদ’ (২০১৪), ‘মেরি ক্রিসমাস’ (২০১৫), ‘ক্ষত (২০১৬), ‘শেষ থেকে শুরু ‘ (২০১৭) প্রভৃতি বাংলা সিনেমা ও ‘সূর্য্য ভার্সেস সূর্য্য’ (২০১৪), ‘মানাসুকু নাচিন্দি’ (২০১৮), ‘সেভেন’ (২০১৯), ‘আনুকুন্নাড়ি ওকাতি আইনাড়ি ওকাতি’ (২০২০) প্রভৃতি তেলেগু সিনেমা রয়েছে। ২০১৬ সালে ত্রিধা হিন্দি ধারাবাহিক ‘দহলিজ’-এ এক মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন, ছোট পর্দার এই ধারাবাহিক তাঁর প্রথম কাজ ছিল। এই ধারাবাহিক থেকেই তিনি সমগ্র দেশে তিনি পরিচিতি লাভ করেন। ত্রিধা ‘স্পটলাইট’ (২০১৭), ‘আশ্রম’ (২০২০), ‘বন্দিশ ব্যান্ডিটস’ (২০২০)- সহ আরো কিছু উল্লেখযোগ্য হিন্দি ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
২৮ বছর বয়সী এই অভিনেত্রী পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বর্তমান ফলোয়ার্স সংখ্যা ২.২ মিলিয়ন। নিজের হটনেস ও সৌন্দর্য্যের মাধ্যমে তিনি নেটিজেনদের মন জয় করে রেখেছেন। ত্রিধার পোস্ট করা বেশিরভাগ ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি ইউটিউবে কোনো এক বাংলা সিনেমায় ত্রিধা অভিনীত বেশ কিছু যৌনদৃশ্যের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিওতে জিপ গাড়িতে ও বিছানায় সহঅভিনেতার সঙ্গে ত্রিধাকে চুম্বন ও খোলামেলা যৌনতায় মাততে দেখা গিয়েছে। এই দৃশ্যের জন্য তিনি ক্যামেরার সামনে সম্পূর্ণ নগ্ন ঊর্ধাঙ্গে হটপ্যান্ট পরে অভিনয় করেছিলেন। ‘বলিউড হটনেস’ নামক ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা এইসব বোল্ড ও ঘনিষ্ঠ দৃশ্য কোন সিনেমার তা অবশ্য জানা যায়নি। ত্রিধা চৌধুরীর (Tridha Choudhury) হটনেস ও একাধিক অন্তরঙ্গ দৃশ্যে ভরপুর এই ভিডিওটির ভিউজ সংখ্যা ৭৭ হাজারে পৌঁছে গিয়েছে।