
মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’ (Aashram 3) ওয়েব সিরিজের ট্রেলার। মুক্তি পেতে না পেতেই জনপ্রিয় এই সিরিজ আরো একবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দর্শকেরা বহু দিন ধরেই অধীর আগ্রহে এই ওয়েব সিরিজের নতুন সিজনের জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩রা জুন ‘আশ্রম ৩’ ওটিটি প্ল্যাটফর্ম ‘এমএক্স প্লেয়ার’-এ রিলিজ করতে চলেছে।
ববি দেওল (Bobby Deol) অভিনীত ওয়েব সিরিজ ‘আশ্রম’ (Aashram) খুব কম সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দর্শকমহলের এই ওয়েব সিরিজের চিত্রনাট্য, অভিনেতা-অভিনেত্রীদের কাজ পছন্দ হওয়ার পাশাপাশি চরিত্রদের মধ্যের রসায়ন ও একাধিক ঘনিষ্ঠ দৃশ্য সিরিজটিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে আলাদা মাত্রা যোগ করেছে। বস্তুত এই কথা কারোরই অজানা নয় যে ভারতে বড়ো পর্দা অর্থাৎ সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ডের কারণে অনেক দৃশ্য নির্মাতারা বাদ দিতে বাধ্য হন। তবে ওয়েব সিরিজের ক্ষেত্রে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় প্রায় প্রতি ওয়েব সিরিজেই একাধিক খোলামেলা ও সাহসী দৃশ্য দেখা যায়। সেই তালিকাতে ‘আশ্রম’ প্রথম থেকেই রয়েছে।
View this post on Instagram
জনপ্রিয় এই ওয়েব সিরিজের আসন্ন তৃতীয় সিজনের এক বড়ো চমক প্রখ্যাত অভিনেত্রী এষা গুপ্তা (Esha Gupta)। মুক্তিপ্রাপ্ত ট্রেলার থেকে বোঝা গিয়েছে যে তাঁকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে। ভারতে নিজেদের বোল্ডনেস ও সাহসী অবতারের জন্য যে সব অভিনেত্রীরা জনপ্রিয়, তাঁদের মধ্যে এষা গুপ্তা অন্যতম। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে সমানভাবে দর্শকদের মনে নিজের জায়গা করে রেখেছেন।
‘আশ্রম ৩’-এর ট্রেলারে এষাকে ‘বাবা নিরালা’ (Baba Nirala) অর্থাৎ ববি দেওল অভিনীত মূল চরিত্রের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে। সিরিজে এষার আগমন ঘটায় হটনেসের পারদ আরো বাড়বে এমনটাই আশা করা হচ্ছে। চিত্রনাট্যের নতুন চমক ও আরো সাহসী দৃশ্য উপভোগ করার জন্য দর্শকেরা ‘আশ্রম ৩’ (Aashram 3) মুক্তির দিন গুনতে শুরু করে দিয়েছেন।