বর্তমানে কেমন দেখতে হয়েছে ‘আশিকি গার্ল’ অনু আগারওয়াল, পাল্টে গেছে পুরো চেহারা, দেখুন তাঁর ছবি

Anu Aggarwal যিনি আশিকী গার্ল নামেই সবার কাছে পরিচিত ,বর্তমানে তার চেহারার এতটাই পরিবর্তন ঘটেছে যে তাকে এখন চেনা দুস্কর। অভিষেকে সাড়া জাগিয়েও পরের দিকে অজ্ঞাত কারণে তাঁকে আর বলিউডে দেখতে পাওয়া যাইনি। বিনোদন জগতে অনেক তারকাই সাড়া জাগিয়ে অবশেষে স্মৃতির অতলে চলে যান। তাদের মধ্যে অন্যতম হলেন প্রাক্তন মডেল ও অভিনেত্রী অনু।
মাত্র ২১ বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন অনু। তাঁর প্রথম অভিনীত ছবি আশিকী (Aashiqui) তাকে এতটাই জনপ্রিয়তা এনে দিয়েছিলো যে তার একটি অটোগ্রাফ পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো। অনেকেই তাঁর উজ্জ্বল কেরিয়ারের ভবিষ্যৎবাণী করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সিনেমার পর্দা থেকে হটাৎ করেই কোথায় হারিয়ে যান তিনি। পরবর্তীকালে কোনো সিনেমাতে তাঁকে আর অভিনয় করতে দেখা যায়নি। অনেক তারকাই তাঁর মতো কাজের অভাবে ধীরে ধীরে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে গেছেন। তাদের বর্তমান জীবনযাত্রা সম্পর্কে সকলেই অজ্ঞাত।
জানা গেছে ১৯৯৯ সালে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পরে বেশ কিছুদিন কোমাতে ছিলেন। ২৯ দিন টানা আইসিইউতে ভর্তি থাকার পর জ্ঞান এলেও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। দীর্ঘ চার বছর ধরে চিকিৎসাধীন ছিলেন। তার পরে ধীরে ধীরে সুস্থ হলেও বলিউডে কামব্যাক করা হয়ে ওঠেনি। দুর্ঘটনার পরে তার শারীরিক অবস্থার অনেকটাই অবনতি ঘটেছিলো এবং চেহারাও বদলে গিয়েছিলো। এরপরে নিজেকে সুস্থ রাখতে যোগাভ্যাস শুরু করেন। পরবর্তীকালে বলিউডের লাইমলাইট থেকে দূরে আধ্যাত্মিক দিকে নিজেকে মনোনিবেশ করেন। বর্তমানে গরিব শিশুদের জন্য কাজ করার পাশাপাশি তিনি একজন যোগা শিক্ষিকাও।