
সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হল ভোজপুরি জুটি খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) এবং অক্ষরা সিংয়ের (Akshara Singh) উষ্ণ রোম্যান্সের ভিডিও। নেটিজেনরা এই জুটির মাখো মাখো কেমিস্ট্রিতে মজেছেন।
‘আর্য ডিজিটাল’ (Aaryaa Digital) নামে এক ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হয়েছে ভিডিওটি। ‘আগ লাগে না রাজা’ (Aag Lage Na Raja ) গানে নিজের উষ্ণ শরীরী বিভঙ্গে নায়ককে প্রলুব্ধ করার চেষ্টা করছেন নায়িকা। যদিও নায়কের কোনো রকম ইচ্ছে ছিল না এই রোম্যান্টিক মুহূর্তকে উপভোগ করার। কিন্তু নায়িকা নিজের চেষ্টায় কোনো খামতি রাখেননি। বদ্ধ ঘরের মধ্যেই প্রেমিকের সাথে রোম্যান্স মেতেছেন নায়িকা। ভিডিওটিতে নায়িকার পরনে ছিল লাল রঙের ঘাগড়া চোলি আর নায়কের পরনে ছিল নীল রঙের রাত পোশাক। নায়িকার এই উষ্ণ আবেদনে নায়কের মন না গললেও অনেক পুরুষ হৃদয়ে ঝড় উঠেছে সেটা বলাই বাহুল্য। তাঁদের প্রতিটা রোম্যান্টিক দৃশ্যকে উপভোগ করেছেন দর্শক।
বছর দুই আগে ভিডিওটিকে শেয়ার করা হয়েছিল। বর্তমানে ভিডিওটি ২.৫ কোটির বেশি ভিউস পেয়েছে আর লাইকের সংখ্যা ৬৩ হাজারের উপরে। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খেসারি লাল এবং অক্ষরা জনপ্রিয় জুটি। এই জুটিকে বারবার দেখতে পছন্দ করেন দর্শক। তাই এই ভিডিওটি আবার করে ভাইরাল হতে সময় নেয়নি বেশি। এমনিতেই এখন বাংলা কিংবা হিন্দি গানের সাথে সাথে ভোজপুরি গানেও মজেছেন দর্শকরা। অন্যান্য আঞ্চলিক ভাষার সাথে ধীরে ধীরে এই ভাষাটিও জনপ্রিয়তা পাচ্ছে। তার সাথে ভোজপুরি স্টারদের চাহিদাও দিন দিন বাড়ছে।